দেশ থেকে এক ভদ্রমহিলা আমাকে একবার ফোন করেছিলেন। উচ্চশিক্ষিত মানুষ।
তিনি (বিবাহিত যদিও) একা ইমিগ্রেশনের আবেদন করতে চান। এর কারন জানতে চাইলে তিনি জানালেন, তাঁর সরকারি কর্মকর্তা স্বামী বহু নারীতে আসক্ত। বিষয়টা পরিবারকে জানালে তাঁরা বলেন, 'তোমাকে তো ফ্ল্যাট কিনে দিয়েছে, টাকাপয়সাও বিস্তর দিচ্ছে। তুমি ওর ওসব না দেখলেই তো পার।'
কিন্তু, ভদ্রমহিলার শঙ্কা টাকাপয়সায় নয়। অন্য মেয়েদের সাথে উঠবস করে সে (স্বামী) আবার তাঁকে কোন রোগে আক্রান্ত করে ফেলে তা নিয়েই তাঁর ভয়।
ইমেইল: [email protected]
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



