আমি বিডি নিউজের জরিপে নিয়মিত অংশগ্রহন করি, ভোট দেবার আগে সবসময়ই ফলাফল আন্দাজ করার চেস্টা করি। বেশীর ভাগ সময় আন্দাজ মিলে যায়, আবার মাঝে,মাঝে মিলেনা,
এটাই স্বাভাবিক । সবাই সবসময় আমার মত ভাববে এটা হতে পারেনা। তবে ইদানিং না মিলার সংখাটা আস্তে আস্তে বারছে
কিন্তু এটা নিয়ে কখনো তেমন দু:খ বোধ হয়নি, কিন্তু আজ জরিপের ফলদেখে আমার অনেক দু:খ লাগছে। আমি ভেবে ছিলাম ''না''র পক্ষে অ-নে-ক বেশী ভোট পরবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভোটের ব্যাবধান খুব বেশী নয়
তবে কি সুন্দরবন কে বিসর্জন দিয়ে বিদ্যুত কেন্দ্র বানাতে সমর্থন দেবার মত লোক নেহায়েত কম নয় ?
তবে কি আমরা ভুলে গেছি যে বিদ্যুত কেন্দ্রের বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নাই
নাকি আমরা একজন মানুষ অথবা বাংলাদেশী হিসাবে চিন্তা না করে একজন সরকার সমর্থক হিসাবে চিন্তা করা শিখছি ??
নাকি এটা বিডিনিউজের কোন কারসাজি ??
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



