এলাকার ডিসের অবস্থা চরম খারাপ
সামনে বিশ্বকাপ ফুটবল দেখতে হবে, এখন বাধ্য হয়ে স্যাটালাইট টিভি বক্স কিনার চিন্তা করছি,
এখন প্রশ্ন হচ্ছে কোনটা কিনবো ?
১. ডিস টিভি না টাটাস্কাই ? আমার বেশি দরকার বাংলাদেশের এবং অন্যান্ন দেশের খেলা, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারী, এবং ইংলিশ ও হিন্দি মুভি।
২. আমার চাহিদার প্যাকেজের দাম কত ?
৩. কিছু অনলাইন নিউজ সাইটে দেখলাম বাংলাদেশের দুইটি কোম্পানীকে
DTH লাইসেন্স দেওয়া হয়েছে !আরো নাকি দেওয়া হবে। ঘটনা কি সত্যি নাকি ? কোন মূলধারার নিউজ সাইট বা পেপারে কি কেউ দেখেছেন ?
কারন বাংলাদেশীটা পেলে কিছুতেই ভারতীয়টা কিনবো না । প্রয়োজনে বিশ্বকাপের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবো।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



