তুমি কে হে লেজকাটা বামন,
বসে আছো স্তাবকবেষ্টিত উচ্চাসনে
মর্তে ভোগ করছো স্বর্গের সুখ,
বিলিয়ে দিচ্ছ ঘৃনীত স্তাবকদেরকে সব -
আকাশ ছোঁয়া পুরস্কার।
তোমাকে তো আমরা নির্মান করিনি
কামিনীকাতর কিংবা রমনী বল্লভ হতে।
জ্ঞানপাপীদের আড্ডায় তুমি কুশলী বটে,
কিন্তু অন্তর্ভেদী দৃষ্টিতে তুমি বড়ই অপারগ।
স্তাবক পরিবেশনকৃত হলাহল পান করে
তুমি কি ত্রৈলোক্যবিজয়ী হতে চাও?
তাদের দ্বারা অমৃতপান কখনো হবে না তোমার,
একটি দৃশ্যমান মায়াজালে আটকে আছো তুমি,
সময় যে ফুরিয়ে যাচ্ছে শোধরাবার।
১৫।১২।২০০৭ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



