কবিতাহে, তোমাকে আমি হাতছাড়া করবোনা
করতে চাইওনা, কারন তুমি যে আমার
সযত্নে লালিত আজন্ম পালিত শিশুটির মতো।
শুভ্র সমুজ্জ্বল প্রাতে, কোন এক নিভৃত মুহুর্তে
পেয়েছি তোমাকে সত্তার নতুন আবির্ভাবে,
কোন এক উষ্ম প্রহরে,
তোমাকে পেয়েছি আমি
নিতান্ত সংগোপনে
নীরব মুহুর্তে _।
সূর্যের উত্তাপ থেকে, একাকী রাত্রির,
জমাট অন্ধকার বৃত্ত থেকে
ক্রমশ: তোমার সঞ্চরণ ঘটেছিল
আমার হৃদয়ে।
সুতরাং যুগযুগ ধরে তোমার আবর্ত
আমার চতুর্দিকে, এক দুর্ভেদ্য
আবেষ্টনী চালাবে,
রক্ষিত হবে এক অনন্য দুর্গ,
যার কোন ভিত পারবেনা কখনো
একে ভাঙ্গতে।।
৫ জুন ২০০৯
সিলেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



