আমি দেখেছি খুব কাছ থেকে
আমি শুনেছি তাহাঁর বানী প্রান ভরে
আমি অনুভব করেছি হৃদয় দিয়ে
ছিলেন তিনি বর্তমান যুগের মহাজ্ঞানী
তিনি হলেল সামছুল উল্লামাহে আল্লার অলী ।।
একটি প্রদিপ যেমন আলোকিত করে একটি ঘরকে
একজন হক্কানী অলী আলোকিত করেন একটি সমাজকে
ছাবকিবলা আলোকিত করেছেন এই উপমহাদেশকে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



