রূপের হাট
মারুফ সৈকত
অরম্নণ-রাঙা আকাশটা আজ স্বপ্ন আঁকে দু’চোখ জুড়ে।
ভীড় করেছে সাদা মেঘের ভেলাগুলো। কী অপরূপ
রূপের ছটা মেঘ মুলুকে; মন কেড়ে নেয় দৃশ্য অরূপ-
ইচ্ছে জাগে ওই ওখানে পাখি হয়ে যাই যে উড়ে।
নদীর কূলে দুলতে থাকে এপাশ-ওপাশ সাদা সাদা
কাশের ফুল। এলোমেলো উড়তে থাকে যেন সখার
মাথার চুল। ছেঁড়া পালে বাতাস লেগে সৃষ্টি অপার
নৌকা ছোটে। সব রূপেতেই ভরবো মনন নয় তো আধা।
কুসুম-বনে গুনগুনিয়ে ভোমরারা আজ গাইছে গানা,
গন্ধে হারা প্রকৃতি রাজ; জড়িয়ে গায়ে সবুজ কায়া
ঢেউ তুলেছে সবুজ ফসল। সবকিছুতে কোমল মায়া-
লুটবো সকল রূপ-শোভা আজ মানবো না যে কোনো মানা।
এই যে আকাশ, কাশফুলে দোল, ভ্রমর-কুসুম-ফসল মাঠ
পসরা নিয়ে বসল সে যে শরতেরই রূপের হাট।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



