১. মানুষের মাথার চুল মৃত্যু অবধি বাড়তে থাকে। এভাবে মানুষের চুল প্রায় ৫৯০ মাইল লম্বা হতে পারে।
২. প্রত্যেক মানুষের হাতের ছাপের মতো জিহ্বার ছাপও পুরোপুরি আলাদা। কারোটার সাথে কারোটার কোনো মিল নেই।
৩. আপনার বয়স যখন ৭০ বছর হবে ততদিনে আপনার ১২ হাজার গ্যালন পানি পান করা হয়ে যাবে।
৪. মানুষ তার সারাজীবনে যে খাদ্য খায় তার পরিমাণ ৬০ হাজার পাউন্ড। তার মানে ৬টি জলজ্যান্ত হাতির সমান।
৫. পৃথিবীর প্রত্যেক মানুষের যদি প্রতিদিন গোসলের অভ্যাস থাকতো, তাহলে পৃথিবীর পরিষ্কার ও বিশুদ্ধ পানির বেশিরভাগই একদিনেই নোংরা হয়ে যেত।
৬. প্রতি বছর আপনি এক কোটি বার চোখের পলক ফেলেন।
৭. আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিতকার করলে যে শক্তি খরচ হয় তা দিয়ে এক কাপ কপি অনায়াসে বানানো যাবে। চেষ্টা করে দেখেন।
৮. আপনি খালি চোখে কত দূরত্ব দেখতে পান? দুই দশমিক মিলিয়ন আলোকবর্ষ। মানে ১৪ এর পর ১৯টি শূন্য বসালে যে সংখ্যাটি হয় সেই দূরত্ব।
৯. আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে এখনই গুণতে শুরু করেন।
১০. মানুষ তার জীবনের তিন ভাগের একভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। অর্থাত একটি মানুষের বয়স যদি ৬০ বছর হয়, তাহলে সে ২০ বছর স্রেফ ঘুমিয়ে থাকে।
১১. আমাদের ত্বকের প্রতি বর্গইঞ্চিতে প্রায় ৬২৫টি ঘামগ্রন্থি আছে। ওগুলো এতো সূক্ষ্ম যে আপনি গুণে দেখতে চাইলেও পারবেন না।
১২. একজন মানুষ প্রতিদিন যে পরিমাণ বাতাস শ্বাস হিসেবে গ্রহণ করে তা দিয়ে একটি নয় ১০০০টি বেলুন ফোলানো সম্ভব।
১৩. প্রতি মিনিটে আপনার শরীর থেকে প্রায় ৩০০টি মৃত দেহ কোষ ঝরে পড়ছে।
১৪. মানুষের নখ প্রতিদিন ০.০১৭১৫ ইঞ্চি করে বাড়ে।
১৫. মানুষের শরীরের রক্ত শরীরের ভেতর প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইল সমান পথ অতিক্রম করে।
১৬. মানুষ প্রতিদিন ৪৩৮ ঘনফুট বাতাস শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহার করে।
১৭. মানুষের কান প্রতিবছর এক ইঞ্চির প্রায় ০.০০৮৭ অঃশ করে বাড়ে! ভাগ্যিশ! বেশি বাড়লে শেষে একেবারে গাধার কানের মতো লম্বা হয়ে যেত।
১৮. আপনার পুরো শরীরে মাংসপেশী আছে ৬৫০টি।
১৯. একজন মানুষের আঙুলের ছাপ আরেকজন মানুষের চেযে ভিন্নতর। তেমনি ঠোঁটের ছাপও একজনের চেয়ে আরেকজনেরটা সম্পূর্ণ ভিন্ন।
২০. হাতের বুড়ো আঙ্গুলের নখ বড় হয় খুব আস্তে আস্তে, আর সবচেয়ে তাড়াতাড়ি বড় হয় মধ্যমার নখ।
২১. হাসাহাসি করা কিন্তু সোজা না। সে আপনি মুচকি হাসেন আর হো হো করে হাসেন, প্রতিবার হাসার সময় মুখের কমপক্ষে ৫ জোড়া মাংশপেশী আপনাকে ব্যবহার করতে হয়। আর বেশী হাসি পেলে তো মোট ৫৩টা পেশী লাগবে।
২২. কোন কথা না বলেই মানুষ তার মুখ দিয়ে হাজার রকম ভাব প্রকাশ করতে পারে। রাগ, অভিমান, মেজাজ এইসব আরকি। কিন্তু এগুলোর ভেতরে আমরা সবচেয়ে বেশি কি করি জানেন? হাসি! হি হি হি!
২৩. বসে বসে টিবি দেখার চেয়ে শুয়ে শুয়ে ঘুমালে শরীরের অনেক বেশি ক্যালরি পোড়ে। অবশ্য যদি লাফাতে লাফাতে টিবি দেখেন তাহলে অন্য হিসাব।
২৪. ডান হাতি মানুষেরা সাধারণত বাঁহাতি মানুষের চেয়ে অল্প কিছুদিন বেশি বাঁচে। অবশ্য যারা দুই হাতেই সমান তালে কাজ করতে জানেন তাদের ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছি না।
২৫. একজন মানুষ তার জীবনের অন্তত দুই সপ্তাহ কাটায় ট্রাফিক সিগনালের লাল বাতিতে। আর জ্যাম লাগলে তো কথাই নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



