
নির্মোহ নিরপেক্ষতা অবলম্বন করে ঘাপটি মেরে বসে থাকা আমার কাজ নয়
ভেদাভেদের জটিল সমীকরণ আমাকে টানে না,
সত্য-মিথ্যের ঠেলাঠেলি আমি এড়িয়ে চলি,
আমি সুন্দরের পক্ষে, আমি অধর্মের বিপক্ষে
আমি যা আমি তাই।
মোহময় মিস্টিক কথার জাদুতে কাউকে আটকাতে পারি না
ঠোঁটের থলথলে হাসিতে কাউকে হিপনোটাইজ করতে পারি না,
কল্পনাপ্রসূত মিথ্যে দিয়ে কাউকে ভাসাতে পারি না,
আমি যা আমি তাই।
আমার নেই দানবিক কোন প্রতিভা
আমি আকাশ ছোঁয়া প্রতিভার দ্বীপ্তি নিয়ে পৃথিবীতে আসি নি,
আমার ভেতর নেই শরীর উপচানো ঝিলিক বাতি
আমার খুঁত আছে,রোগ আছে,আছে জাগতি সব অপূর্ণতা।
আমি জন্মেছি সিটি কর্পোরেশনের পুরোনো কোন গলিতে
আমাকে টানে না কোন স্যাঁতস্যাঁতে আবেগ
আমি যা আমি তাই।
হয়তো ইতিহাসের ছেঁড়া পাতাতেও আমার ঠাঁই হবে না,
হয়তো একদিন ধূলায় মিশে যাবো।
তথাপি জবান দিয়ে,জীবন দিয়ে
ভোরের শিশির আনার জন্যে লড়তে থাকবো,
নরম বিকেলের দেদিপ্যমান আভাটুকুর জন্য মরতেই থাকবো,
একদিন তৃষ্ণার্ত ঠোঁটের প্রেমময় খুতবা শোনার জন্য সত্যি সত্যি ঘর ছাড়বো
আমি যা আমি তাই…
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



