প্রভাব প্রতিপত্তি প্রত্যাশা সব রাফ খাতার মতন নিলামে বেঁচে দিয়েছি
সব ভার কাঁধ থেকে নামিয়েছি
একদিন ডানা ঝাপটিয়ে হালকা হবো বলে।
বুকের খাঁজে বারংবার হাতুড়ি মেরেছি
যত বেশি ধাক্কা খেয়েছি তত বেশি নিজেকে বদলে ফেলেছি
একদিন সব প্রশ্নের জবাব দিবো বলে।
চড়ুই পাখির মুখ থেকে খসে পড়া বিস্কুট কুড়িয়ে খেয়েছি
পছন্দ অপছন্দের লিস্ট ছোট করেছি
একদিন ঠান্ডা মাথার চতুর মানুষ হতে দুরে থাকবো বলে।
সহানুভূতির মলম ফেরত দিয়ে ভেংগে চুড়ে নিজেকে একাকার করেছি
মাথা গুজে সব সয়েছি
একদিন এফোর ওফোর কিছু একটা করবো বলে।
ধুলোর মত ক্ষয়ে গিয়েছি
তবু এক টুকরো খড় ভেংগে দুই টুকরো করিনি
বহুগামিতার বাজারে নিজেকে বর্গা দেই নি
একদিন ঠিক ডাক পাবো বলে।
নিজের সবটুকুন এই পৃথিবীকে জমা দিয়েছি
যা দেবার ছিলো সবটা দিয়েছি
সারা জীবন পড়ে যাচ্ছি
খেটে যাচ্ছি
মরে যাচ্ছি
একদি শুধু ভালো থাকবো বলে…