সহসা দমকা বাতাস, তোমার আগমনী সুর
দূর হতে আলোক রশ্মির ছায়া শীতল অনুরণন।
তুমি আবার হারিয়ো যেথায় বন্ধনীর রোদ্দুর,
আমি কালক্ষেপনে নিশ্চুপ অভিমানী,
তোমায় করবো স্মরণ।।
ফেনা জমা সমুদ্রের নির্জন গল্পে ,
বেঁচে থাকা গর্জনগুলো নিরাশ হয় না অল্পে,
তুমি ভিজিয়োনা পা, এ আঙ্গুল ভাঙা রাত্রে
চাঁদ কে বলো মধ্যেখানে এক নিরাশার বালিচর,
আমি আবার হারাবো যেথায় বন্ধনীর জোছনা,
তুমি কালক্ষেপনে নিশ্চুপ অভিলাষী ,
আমায় আর ভালোবাসবেনা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



