
তরঙ্গে মন উচাটন,কাঁপছে দুরুদুরু বুক,
তোমায় দেখবো বহুদিন বাদে,
একগুচ্ছ রজনীগন্ধা
স্বইচ্ছায় গোলাপকে আলাদা করে ফেললো,
গোলাপ হেসে কুটি কুটি,
লাল থেকে আরো লাল হয়ে গেলো,
সে যেন লজ্জায়।
চেনা সুর আরো চেনা হয়ে আসছে,কাঁপছে আপাদমস্তক আমি,
তোমায় ছোবো বহুদিন বাদে,
এক বুক না বলা কথা
স্বইচ্ছায় নীরবতাকে আলাদা করে ফেললো,
নীরবতা মাথা নুইয়ে নিশ্চুপ,
পরম আলিঙ্গনে গভীর হয়ে গেলো
প্রতীক্ষিত প্রেম শয্যায়।
তোমায় দেখা,তোমায় ছোয়া,
বুকের সাথে বুক মেলানো আলিঙ্গন,
প্রতিটি ধাপেই যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে জানান দেয়,
ভালোবাসা কত সুন্দর,
ভালোবাসা কত সুন্দর বিরহে,অভিমানে,
পাওয়া না পাওয়ার সমাহারে,
শুকনো ঠোঁটের উষ্মতায় ভিজিয়ে দেওয়া ভালোবাসা কত সুন্দর।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



