তুমি ছুঁয়ে দাও, প্রশ্ন করো,
আমার চোখ বাঁধা,
উত্তর দেই সঠিক তবুও জট খুলে না,
এক অদ্ভুত ধাঁধা বেঁধেছ সারাজীবনময়।
তুমি বছর বছর অন্তর আসো মরীচিকা হয়ে,
সামান্য দূরত্বে তোমায় ধরতে চাই,
তুমি কুয়াশার ভয় দেখাও
এক হাত দূরত্বে।
এক বুক কথা জমে আছে,
বরফের মতো ধীরে ধীরে গলে
তোমায় বলবো সে কথামালা,
এক হাত দূরত্ব কখন যে সাগর থেকে মহাসাগর হয়ে গেছে,
সে ভাবনায় ডুবতে পারিনি ধাঁধার ভুল উত্তর মেলাতে।
তুমি বছর বছর অন্তর আসো রংধনু হয়ে,
সামান্য রং আমার তুলিতে ছোয়াতে চাই,
তুমি মেঘের ভয় দেখাও,
ভারি গর্জনের কাব্যে।
এক নদী জল চোখে জমে আছে,
আনকোরা স্রোতে বহমান হবে
ছমছমে অন্ধকার রাতে,
চাঁদনী রাতের আলোক রশ্মি কখন যে অন্ধকারকে ভালোবেসেছে,
সে ভাবনায় ডুবতে পারিনি ধাঁধার ভুল উত্তর মেলাতে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



