ভৌতিক কিংবা আধি ভৌতিক অভিজ্ঞতা
সাময়িকঃ ব্লগারদের ব্যক্তিগত অতি প্রাকৃতিক ঘটনা বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা লেখা প্রসঙ্গে।
আমাদের শ্রদ্ধেয় মডারেট কাল্পনিক ভালবাসা ভাই ব্যক্তিগত অতি প্রাকৃতিক ঘটনা বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা লেখা প্রসঙ্গে দুটি পোস্ট দিয়েছিলেন। আর তাতে করে অনেক ব্লগারই এ সংক্রান্ত গল্প/অভিজ্ঞতা লিখে পোস্টে লিংক দিয়েছেন।
কথা অনুযায়ী একজনকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার কথা ছিল। সে কি হয়ে গেছে। যদি হয়ে থাকে তবে কে পেয়েছে সেই কাঙ্খিত পুরস্কার আমরা তা জানতে চাই।
আর যদি পুরস্কার না দেওয়া হয়ে থাকে তবে দেরি হবার কারণে মাশুল হিসেবে একটির জায়গায় পাঁচটি পুরস্কার ঘোষণা করার দাবী জানাচ্ছি।
পুরস্কারএকটির জায়গায় পাঁচটি কেন ?
কারণ ১ম,২য়,৩য় পর ০২টি শান্তনা পুরস্কারও যুক্ত করা হোক কারণ ব্লগটা সবসময়ই ব্যতিক্রম কিছু করে যাচেছ ব্লগার, দেশ ও জাতীর জন্য।
আরও দাবী জানাচ্ছি প্রতি বছর এরকম একটি টপিক নিয়ে লেখা আহব্বান ও পুরস্কার/উপহার দেয়ার প্রচলন হোক।
ছবি নেট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৯