
এখন আর গেরিলা বাতাস নেই
মানুষের মনে মুক্ত আকাশ নেই
চারিদিকে স্যাটেলাইট সংবাদ
সাংবাদিকদের ঘাম ঝরানো পরিবেশনা
তবু মানুষের কাটে না বিষাদ ।
মানুষ হাসতে ভুলে গেছে
হাসবে কি করে?
সুখ যে এক নিরুদ্দেশ পাখি
ছানা পোনা নিয়ে মানুষের মুখের উল্টোদিকে উড়াল দিয়েছে !
কচু পাতায় যেমন থাকে না জল
মানুষের জীবনে নেমেছে দুখের ঢল।
পৃথিবীতে মানুষের নষ্ট ভ্রষ্ট যত অপরাধ
আকাশের চাঁদ তাকিয়ে থাকে নির্বাক
দুর্যোগের দিন শেষ হয়েছে ভেবে;
প্রতিটি মহাদেশে ছড়িয়ে পড়েছে সুখের খোঁজে বিজ্ঞাপন
রাষ্ট্রগুলো ছাড়তে পারেনি পৃথিবী ধ্বংসের পণ।
ছবি নিজের তোলা।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




