
ঘটনাটা ২০২০ সালের। এক অসহায় বাবার কান্নায় ভিজে গিয়েছিল নোয়াখালী শহর। সেই বাবার কথাগুলো হুবহু তুলে ধরা হল-
‘নোয়াখালী গুডহিল কমপ্লেক্স হসপিটাল এবং প্রাইম হসপিটাল ডাক্তারদের ভুল রিপোর্ট ভুল চিকিৎসা কারণে আমার মেয়ে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেছে এসেছে । আমার মেয়ের সামান্য পেট ব্যথা ছিল । তাতে তারা কসাইয়ের মত পেটের নিচে কয়েক ইঞ্চি কেটে ফেলে রক্তাক্ত অবস্থায় আমাকে ডেকে আমাকে বলে, আমাদের দ্বারা ওর অপারেশন করা সম্ভব হবে না আপনি দ্রুত ওকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন। এক মাস পরে আমি নোয়াখালীতে আমার মেয়ের চিকিৎসা করে ফিরে এসেছি। সিটি স্ক্যানে স্পষ্ট উল্লেখ করা আছে তার পেটের ভিতরে কোন রকম সমস্যা ছিলনা। এর বিরুদ্ধে আমি মানববন্ধনের আয়োজন করেছি ১০সেপ্টেম্বর সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে। সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি এর প্রতিবাদ সুষ্ঠু বিচারের। সুস্থ চিকিৎসাব্যবস্থা যেন আমাদের নোয়াখালীতে আমরা করতে পারি আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আমি মেয়ের বাবা মোহাম্মদ রিয়াজুউদ্দিন মিনার আহবান করছি। ’
এ হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। ডাক্তার নামের কষাই গুলো মানুষ হোক। এক অসহায় বাবার কান্নায় ভিজে গিয়েছিল নোয়াখালী শহর। আর কোন শহরে বা গ্রামে কোন বাবার চোখ যেন না ভিজে সন্তানের এমন পরিণতিতে। অপারেশনের আগে কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে রিপোর্ট কি আসে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। নয়তো অকালে সন্তান হারিয়ে আপনি হয়ে যেতে পারেন নির্বাক/পাগল/পাথর বা অন্য কিছু।
সুস্থ্য থাকুন বাংলাদেশের সব নাগরিক ও সব বাবা মায়ের সন্তানেরা।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




