পূজার ছুটিতে কন্যা, পুত্র মার সাথে দাদার বাড়ি, নানার বাড়ি বেড়াতে গেছে সেই সুযোগে বেশ কিছু বই পড়লাম আর বিভিন্ন টুকি টাকি জিনাস ও ফেলনা দিয়ে তৈরী করলাম কিছু শোপিস।
ধৈর্য, শ্রম আর চেষ্টায় সুন্দর কিছু তৈরী হয়। যদিও অসাধারণ হয়নি তবু নিজের তৈরী জিনিস যখন দেয়ালে, কর্নার রেকে শোভা পায় তখন অন্য রকম এক ভালোলাগা তৈরী হয়।
কন্যা যখন এগুলো বাসায় ফিরে দেখলো তখন সে অবাক হলো, সুন্দর বলে মন্তব্য করলো, তার মাকে দেখালো। সবাই খুশি।
কন্যাও ক্লে দিয়ে গোলাপ ফুল বানিয়ে একটা ছোট্ট ফুলদানিতে সাজিয়ে রাখল।
আমার দেখা দেখি সেও ছবি আঁকে, এটা সেটা বানিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করে।
রং, টেপ, সুপাগ্লু, গ্লু, রংয়ের ব্রাশ কোথায় রেখেছি সেগুলো দখলে নেওয়ার জন্য মরিয়া। সব অফিসে রেখেছি শুনে সে দমে গলো। তবুও তাকে দিয়ে দেয়ার বায়না ধরলো।








সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


