এই যে দিনদিন করে সময় গড়িয়ে গেল
সব ইচ্ছেগুলোও গড়াতে গড়াতে...
এখন আকাশের গায়ে রঙিন মেঘ
বাতাসে হিজলফুলের মাতাল সৌরভ
কেমন যেন রঙহীন, স্বাদহীন।
কিন্ত জানো?
মনের ইচ্ছেগুলো কী দুর্দান্তই না আগের মতো!
একজীবনে মানুষ কী চায়?
সাজানো ঘর? প্রতিষ্ঠা? মায়াবী হরিণীর চোখের মতো চোখওয়ালা চোখের রমণী?
আমার ওসব কিছুই ছিল না চাওয়ার!
একটি শীতশীত মাখানো বিকেল,
হেমন্তের কাদামাখা আধো ভিজা ধানক্ষেত
পাশে ফুটে থাকা কলমীফুলের শিশিরের আঁচ লাগা শুভ্রতা...
আমাকে এখনো ডাকে হিমমাখা ভোর
কুয়াশার চাদরে ঢাকা ধানের খড়ের পথ,
আমার কৈশোর, ধূলিমাখা পথ।
০২ অক্টোবর ২০২১
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



