গাড়ি চালক আজম বিরোধী দলের নেতা খালেদা জিয়ার বাসায় ছিল। এখন বেরিয়ে এসে আমার সম্পর্কে নানা কথা বলছে।
ধরা খেয়ে পাঠাঁ বাবুর মাথা গুলায়া গেছে গো।
রঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘না না, এসব ফালতু কথা। বোগাস স্টোরি। এগুলো মিডিয়ার কারবার।’
আজ শুক্রবার আজমের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরটিভিকে টেলিফোনে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘এত দিন যেসব প্রসেস হয়েছে, সেসব প্রসেসের মধ্য দিয়ে আজম যায়নি কেন? এখন কোথা থেকে সে এসব বলছে?’ তিনি দাবি করেন, এসব তাঁকে ফাঁসানোর জন্য করা হচ্ছে। সূত্রঃ প্রথম আলো
এই সংবাদের মন্তব্য কলামে কয়েক জন পাঠকের মন্তব্য এরকম
M.Shajjat Hossain
২০১২.১০.০৫ ১৯:৪৬
মিডিয়া গুলো বড্ড দুষ্ট, সময় জ্ঞান নাই, খালি খালি গোপন কথা ফাস করে দেয়। এখন আর আমরা সুরঞ্জিত বাবুর মিডিয়াতে কিছু দিন দেখতে পাবোনা। তিনি আবার কিছু দিন কুনো ব্যাঙ্গের মতো শীত নিদ্রায় যাবেন আর অপেক্ষায় থাকবেন বর্তমান সরকারের আরেকটি ইভেন্টের আশায়। ইভেন্টের পর ইভেন্ট আসলে বাবুর বিষয়টি আবার ধামা চাপা হয়ে যাবে।
Enayet Choudhury
২০১২.১০.০৫ ১৯:৪৪
আজম খান আপনার চেয়ে হাজার গুন উপরের লেভেলের মানুষ ১০ বার জন্ম নিলেও তার পায়ের কাছে ও যেতেও পারবেন না।
imran hoossain
২০১২.১০.০৫ ১৯:৫২
রেলের কালো বিড়ালের পরিবর্তে এখন সুরঞ্জিতের কালো বিড়াল বের হচ্ছে।যিনি সারাটা জীবন অন্য মন্ত্রী এমপিদের উপদেশ দিয়ে গেছেন,আজ তারই উপর উপদেশ বর্ষিত হচ্ছে।বাংলার মিডিয়া এখনও অনেক সত্,কারো নামে এত বড় কুত্সা রটনা মিডিয়া করতে পারেনা।সুতরাং সুরঞ্জিত দূর্নীতি করেছেন না হলে মিডিয়া বলবে কেন?
Rabbani Chowdhury
২০১২.১০.০৫ ২০:০৩
এতো দিন তো দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত মিথ্যার উপর ভর করে ভালোই ছিলেন বাকি সময়টাও ভালোই যাবে তবে বিপত্তি আর হয়রানি টা শুরু হবে ২০১৪ এর পরে।
পঙ্কজ নাথ Pankaj Nath
২০১২.১০.০৫ ২১:৩০
আজমকে বাঁচানোর জন্য মিডিয়ার এগিয়ে আসা উচিত। নইলে আজম গুম-খুন হয়ে যেতে পারেন। সুরঞ্জিতের থলের 'কালো বিড়াল'টা আজম একেবারে বের করে দিয়েছেন। সুরঞ্জিত নিজ এলাকায় ১০-১২ কোটি টাকা দিয়ে 'সেন মার্কেট' কীভাবে করেছেন, কীভাবে সুরঞ্জিতের ছেলে ৩০ কোটি টাকার টেলিকম কোম্পানি দিল - তা এখন দেশবাসী বুঝে গেছে।
আবূ ফারহান নাসিম
২০১২.১০.০৫ ২১:৪২
এ সরকারের সব উজীররা একই সূরে কথা বলেন।কেউ রাবিশ কইয়া উড়িয়ে দেনতো কেউ বোগাস বলে।বাস্তবতা আম জনতার কাছে এখন সূর্যালোকের মত পরিস্কার।
আমি আর কি কমু? যা কওয়ার আপনারাই কন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



