সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন ! যদিও কিছুক্ষণ আগেও আমি ভালো ছিলাম না তবে এখন
খুব ফ্রেস ফুরফুরে লাগছে মনটা। শুধু কিছুক্ষণ আগে বললেও ভুল হবে গত প্রায় তিন চার বছর থেকেই মনটা খারাপ ছিল
বিশেষ করে ব্লগে ঢুকতে পারছিলাম না আর নতুন কোনও লেখাও পোস্ট করতে পারছিলাম না। সমস্যা হলো আমার এই
অ্যাকাউন্টটি প্রায় দশবছর আগে খোলা হয়েছিল কিন্তু পাসওয়ার্ড ইসুর জন্য ঢুকতে পারছিলাম না। কারন আমি যে জিমেল
দিয়ে সামুতে লগইন করি সেই ইমেলের আইডি পাসওয়ার্ড সব ভুলে গেছিলাম পরে আজ অনেক কষ্ট করে পাসওয়ার্ড
মেনেজ করে ঢুকতে পারলাম। আহ! প্রায় চার বছর ধরে আসতে পারিনি ।
দীর্ঘ চার বছর পর ব্লগে ঢুকতে পেরে কি যে আনন্দ লাগছে সেটা ভাষায় বোঝানো যাবে না।
সত্য কথা বলতে কি সোসাল মিডিয়া গুলোতে কিছু কিছু প্রিয় প্লাটফর্ম থাকে যেখানে আপনি সারাদিন পরিশ্রম করে যতই
ক্লান্ত হন কেন একবার হলেও ঢু মারতেই হবে সে ফেসবুক বলেন বা ব্লগ অথবা অন্য কোন সাইট হোক।
যাই হোক আশা করি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে হয়ত আপনাদের সাথে আবার নিয়মিত থাকতে পারি। আর এই চলার
পথে কোন প্রকার ভুল ক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


