
শত শত ভাই বোনের রক্ত এবং বহু মায়ের কোল খালি হওয়ার বিনিময়ে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র চাপের মুখে 2024 সালের বিপ্লবী জয় তথা গঠিত গন অভ্যুত্থান হয় । কেউ লাশ হয়েও দেহের অব শেষ অংশ নিয়ে কবরে যেতে পারেননি। পুলিশের প্রিজন ভ্যানে পুরে সাঁই হয়েছেন । এবং অনেকেই বেওয়ারিশ লাশ হয়ে মাটি চাপা হয়ে গেছে আবার কারো কারো লাশের সন্ধান ও মিলেনি হয়তোবা কোনদিনই আর তাদের সন্ধান মিলবেও না।
আর আন্দোলনরত অনেকেই বেঁচে আছেন যাঁদের কারো হাত নয়তো কারো পা আবার কারো কারো চোখ নষ্ট বা কেউ কেউ চিরতরে হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন কেউবা চিরতরে অন্ধত্ব বরন করেছেন।
কথা হলো এরা কোথায় গিয়ে কার কাছে যেয়ে দাঁড়াবে ? কে এদের সাহায্য করবে বা সাহায্যের হাত বাড়িয়ে দিবে ? প্রথম প্রথম যার যার সাধ্য মত তাদের নিজেদের খরচেই নিজেদের চিকিৎসা করিয়েছেন। কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং দীর্ঘদিন ব্যয়বহুল খরচ চালাতে গিয়ে
এখন কেউ কেউ ঠিকমত চিকিৎসাও পর্যন্ত নিতে পারছেন না ।
আপনারাতো নরম গদিতে বেশ আরাম আয়েশে আছেন,অথচ যাদের ত্যাগের বিনিময়ে পাঁচ আগস্টের বিপ্লবের এই জয় তাঁদের পাশে কেউ দাঁড়াচ্ছেন না এমন কি মনে হচ্ছে দাঁড়ানোর প্রয়োজন মনেই করেছেন না। আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে চাই বিপ্লবের প্রায় দের মাস অতিবাহিত হওয়ার পরেও এখন যাদের রক্তের বিনিময়ে চোখের বিনিময়ে হাত পায়ের বিনিময়ে আপনারা নরম ওই চেয়ারে বসে আছেন তাদের কেন চিকিৎসা হচ্ছে না ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


