আমি জানতাম ভালবাসার প্রধান সূএ্র হল,"মনের মিলন"
কিন্তূ কালকে ঢাকার কিছু মূগ্ধকর জায়গায় দেখলাম ভালবাসা অন্যরকম এক চিএ্র ।
দয়া করে এটাকে বিদেশ মনে করবেন না,এটা বাংলাদেশ,।
[
মেয়েরা তাদের ভালবাসা ৩২",৩৪",৩৬" এর মাঝে আটকিয়ে রেখেছে।আর ছেলেরা বন্ধুদের নিয়ে যা দেখছে ,তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করছে।মেয়েরা ঠিকই বুঝতে পারছে যে, ছেলেরা কি নিয়ে আলোচনা করছে,,,,কিন্তূ মেয়েরা নির্বোধ সেজে কিছু না বলে হাসা-হাসি করে, আরও ভাল করে দেখিয়ে চলে যাচ্ছে।এটা আমার কল্পনা থেকে নয়, আমার বাস্তবতা থেকে বলছি,আর আজ-কাল নাকি এইভাবেই বেশি প্রেম হচ্ছে ? ,আমি জানি এই প্রেম মনের নয়,শরীরের প্রেম,,,,, ছেলেদের হাতের মূঠোই মেয়েদের ভালাবাসা বন্দি।শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি,।,।,।
আমি বলছি না সব মেয়ে এইরকম কিন্তু যারা এইরকম ,আর যারা ইউরোপিয়ান সংস্ক্ৃতি কে জড়িয়ে রেখেছে তারাই এইরকম হয়ে থাকে ইউরোপিয়ানের ভাল দিক না নিয়ে,আমরা খারাপ দিক গ্রহন করছি ।
আমি সবাইকে বলতে চা্ই ,'' শরীরের ভালবাসার চাইতে মনের ভালবাসা অনেক শান্তির''মানুষকে ভালবাসতে শিখুন":,।,।,।,।,।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


