somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

ক্ষুদ্র মানবজীবনের বিভিন্ন পর্যায়ে অদ্ভূত কিছু সাযুজ্য যা ভাবনার খোড়াক যোগায়

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্ষুদ্র মানবজীবনের বিভিন্ন পর্যায়ে অদ্ভূত কিছু সাযুজ্য যা ভাবনার খোড়াক যোগায়

একটি নবজাতক যখন জম্মগ্রহণ করে, পৃথিবীর আলো-বাতাসের মুখ প্রথম দেখে, তখন তার কানে আযান দেয়া হয়। আশ্চর্য্যের বিষয় হচ্ছে, আযান দেয়া হলেও তখন কোন সালাত আদায় করা হয় না। কিন্তু সেই নবজাতকই তার পার্থিব জীবনের পরিসমাপ্তিতে একটি সময়ে এসে যখন মৃত্যুবরণ করে, তখন একটি সালাত (জানাযা) ঠিকই আদায় করা হয় যে সালাতের পূর্বে দেয়া হয় না কোন আযান। -কি অসাধারণ একটি বিষয়! ভাবনার খোড়াক নয় কি?

নবজাতকের কানে আযান দেওয়া সুন্নাত। একটি হাদিসে বর্ণিত হয়েছে-

عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ

হযরত উবায়দুল্লাহ বিন আবী রাফে তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ফাতিম রাঃ যখন হাসান বিন আলী রাঃ কে প্রসব করলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান বিন আলীর কানে সালাতের আজানের মত আজান দিতে দেখেছি। -সুনানে আবু দাউদ, হাদীস নং-৫১০৫, সুনানে তিরমিজী, হাদীস নং-১৫১৪

আবার, একজন নবজাতক মানবশিশু যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পরে পৃথিবীতে প্রথম চোখ তুলে তাকায়, তার আদৌ জানা থাকে না, মাতৃগর্ভের ভিন্ন এক জগত থেকে কে তাকে বের করে এনেছে এবং কেইবা তাকে তুলে দিয়েছে স্নেহময়ী মায়ের কোলে। ঠিক একইরকমভাবে তার এ বিষয়টিও অজানাই থেকে যায় যে, মৃত্যুর পরে কে/ কারা আলগোছে এবং অতি সন্তর্পনে তাকে শুইয়ে রেখ যায় কবর নামক নতুন গৃহাভ্যন্তরে। -মানব জীবনের কি আজব এক নিরন্তর চলমানতা! চিন্তার বিষয় নয় কি?

আমাদের আশ্চর্যজনক জীবন পরিক্রমার বর্ণনা উঠে এসেছে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে। এক স্থানে ইরশাদ হয়েছে-

يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا ۚ وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ

হে লোকসকল! যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও, তবে (ভেবে দেখ-) আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি। এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতিবিশিষ্ট ও অপূর্ণাকৃতিবিশিষ্ট মাংসপিন্ড থেকে, তোমাদের কাছে ব্যক্ত করার জন্যে। আর আমি এক নির্দিষ্ট কালের জন্যে মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি; তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ কর। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি, তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। -সূরাহ আল হাজ্জ, আয়াত ০৫

অন্য আয়াতে ইরশাদ হয়েছে-

مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। -সূরাহ ত্ব-হা-, আয়াত ৫৫

একজন নবজাতক যখন জম্মগ্রহণ করে, সে জানে না, তার আগমনে কে খুশি হয়েছে এবং কে তাকে স্বাগত জানিয়েছে। আবার সে যখন মৃত্যুবরণ করে, তখনও তার জানা থাকে না, কে তার জন্যে কেঁদে অশ্রু ঝড়ায় কিংবা কে তার বিদায়ে দুঃখভারাক্রান্ত হৃদয়ে শোকের সাগরে ভাসতে থাকে। -শুরু এবং শেষে কি আশ্চর্য্যরকম মিল! শিক্ষার বিষয় নয় কি?

কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-

وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

এবং তিনিই হাসান ও কাঁদান

وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا

এবং তিনিই মারেন ও বাঁচান,

وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ

এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী। -সূরাহ আননাজম, আয়াত ৪৩-৪৫

জন্মের পরে নবজাতককে গা-গোসল ইত্যাদির মাধ্যমে উত্তমরূপে পরিস্কার-পরিচ্ছন্ন করানো হয়। ঠিক একইরকমভাবে মৃত্যুর পরেও আবার তাকে গোসল দিয়ে উত্তমরূপে পরিষ্কার-পরিচ্ছন্ন করানো হয়। -কি অদ্ভূত সাযুজ্য! ভাববার বিষয় নয় কি?

হযরত উম্মে আতিয়্যা রাদিআল্লাহু তাআ'লা আনহা হতে বর্ণিত যে, রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর কন্যা যয়নব রাদিআল্লাহু তাআ'লা আনহা -এর ইনতিকালের পরে রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু মহিলাকে ‍হুকুম করলেন, তোমরা তাকে গোসল করাও, তিনবার অথবা পাঁচবার অর্থাৎ বেজোড় সংখ্যায় শরীরে পানি ঢালবে এবং তাকে বরই পাতা মিশ্রিত গরম পানি দ্বারা গোসল দিবে।

বরই পাতা দ্বারা গরমকৃত পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো মুস্তাহাব। এর দ্বারা উপকার হচ্ছে- এর দ্বারা ময়লা দূর হয় এবং মৃত ব্যক্তির লাশ দেরীতে নষ্ট হয়। -তিরমিযী শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৩, রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৯৬, বাদায়িউস সানায়ে, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩০১

একজন মানুষ, সে এই পৃথিবীর যত বড় বিখ্যাত কেউ হোন অথবা, অজানা অচেনা পথের ফকিরই হোন, মাতৃগর্ভ নামক একটি জগত পেরিয়েই প্রত্যেককে এই পৃথিবীর আলো বাতাসে আসতে হয়েছে। পৃথিবীতে এসে রাজা বাদশাহ হয়ে রাজসিংহাসনে বসলেও যখন সে মাতৃগর্ভে ছিল, তাকে থাকতে হয়েছিল নিতান্ত সংকীর্ণ ও অন্ধকার একটি স্থানেই। আবার পার্থিব জীবনের পরিসমাপ্তিতে মৃত্যুর যবনিকা পেরিয়ে যখন তাকে কবরে রাখা হয়, রাখা হয়ে থাকে ঠিক সংকীর্ণ ও অন্ধকার একটি স্থানেই। তার মানে, বেশি জায়গা দখল করে বিলাসী জীবনের সুযোগ শুরু এবং শেষ - কোনটাতেই নেই। -কি আশ্চর্য্য সামঞ্জস্য আদি এবং অন্তে! উপদেশ গ্রহণের বিষয় নয় কি?

একটি নবজাতকের জন্মগ্রহণের পরে তাকে সদ্য কিনে আনা উত্তম কাপড়ে জড়িয়ে নেয়া হয়। আবার যখন সে মৃত্যুবরণ করে, তার শরীরেও জড়িয়ে দেয়া হয় অনুরূপই ধবধবে সাদা উত্তম কাপড়। -কি অদ্ভূত মিল! শেখার কিছু থাকে তো কেবলমাত্র জ্ঞানবানদের জন্যই!

নবজাতকের জন্মলাভের পরে ধীরে ধীরে সে বড় হয়। এখানকার লোকেরা তাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করে। নানান স্থানে নানানজনকে এই প্রশ্নের উত্তর জীবনে বহুবার তাকে দিতে হয়। ঠিক একইরকমভাবে জীবনের পাট চুকিয়ে মৃত্যুর স্বাদ গ্রহনের ভেতর দিয়ে ঐ পাড়ে চলে যাওয়ার পরে তাকে যখন কবরে রেখে আসা হয় ফেরেশতাগণ এসে তাকে প্রশ্ন করেন তার জীবনে কৃত আমলগুলো সম্পর্কে জেনে নেয়ার জন্য। -দুই জীবনের মাঝে কি অসাধারণ মিল! প্রিয় বন্ধু, বিষয়গুলো শিক্ষনীয় নয় কি? সুতরাং, প্রস্তুতি নেয়ার এখনই সময় নয় কি?

পরকালের প্রথম ধাপ কবর। কবরে বান্দাকে তিনটি বিশেষ প্রশ্ন করা হবে। বিখ্যাত সাহাবি হযরত বারা বিন আজেব রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে— এক. তোমার রব কে? দুই. তোমার দ্বিন কী? তিন. এই ব্যক্তি কে ছিলেন, যাঁকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কবরবাসী যদি মুমিন হয়, তাহলে এসব প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবে। আর যদি কাফির হয়, তাহলে বলবে, আফসোস! আমি কিছুই জানি না। -আবু দাউদ, হাদিস : ৪৪৫৩; তিরমিজি, হাদিস : ৩১২০
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:২৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডালাসবাসীর নিউ ইয়র্ক ভ্রমণ

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ২:৪৪

গত পাঁচ ছয় বছর ধরেই নানান কারণে প্রতিবছর আমার নিউইয়র্ক যাওয়া হয়। বিশ্ব অর্থনীতির রাজধানী, ব্রডওয়ে থিয়েটারের রাজধানী ইত্যাদি নানান পরিচয় থাকলেও আমার কাছে নিউইয়র্ককে আমার মত করেই ভাল ও... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×