
যারা পক্ষপাতিত্বের উদ্ভট অভিযোগ এনে ব্লগের মডারেশন টিমকে প্রচ্ছন্ন হুমকি ও ভয়ভীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়, তাদেরকে কখনোই প্রকৃত ব্লগার হিসেবে গণ্য করার সুযোগ নেই। এরা সমাজের জন্য ক্ষতিকর এক শ্রেণির মানুষ, যারা অন্যায়ের পক্ষ নেয় এবং সত্যকে আড়াল করতে চায়। এদের কর্মকাণ্ড শুধু ব্লগ বা অনলাইন প্লাটফর্মের জন্যই হুমকি নয়, বরং সমগ্র সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এরা সেই গোষ্ঠী, যারা দেশকে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে লুণ্ঠন করেছে, আর আজ তাদেরই একটি অংশ হাতকড়া পরা অবস্থায় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে। এদের অনেকেই দেশে-বিদেশে পলাতক, এবং এদের মানসিক অবস্থা এতটাই অস্থির যে, তারা নিজেরাই জানে না কখন কী বলে বসবে। এরা সমাজ ও রাজনীতিতে ঠাঁই হারিয়ে এখন অনলাইন প্লাটফর্মগুলোতে ভিড় জমাচ্ছে, যেখানে তাদের কাছে ব্লগ, রাষ্ট্র, এমনকি পরিবারও নিরাপদ নয়।
সত্য কথা বললেই এরা তাকে "পাকি" বা "রাজাকার" ট্যাগ দিয়ে দাগিয়ে দিতে চায়। এটা তাদের নতুন কোনো অভ্যাস নয়। গত প্রায় ১৬ বছরে তারা সত্য কথনকে কখনোই সহ্য করেনি। বরং প্রতিটি সত্যকে তারা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী হিসেবে চিহ্নিত করেছে। তাদের অন্যায়, অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, রাজাকার, আলবদর বা আল শামসের দোসর হিসেবে চিত্রিত করা হয়েছে। এমনকি তাকে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী ও উন্নয়নবিরোধী হিসেবে সমাজের কাছে উপস্থাপন করা হয়েছে। এভাবে তারা সত্যিকারের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনাধারী মানুষদেরকে ভয়ঙ্কর সন্ত্রাসী ও মানবতাবিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত করেছে।
এই ভয়ানক বয়ান ও অপপ্রচারের মাধ্যমে গত প্রায় ১৬ বছর ধরে তারা বিরোধী মতকে দমন করেছে। সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধকে বিকৃত করে তারা নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এদের অপকর্মের ফলে সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে, ন্যায়বিচারের পরিবর্তে অন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং সত্যিকারের মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
তবে, ইদানিং এদের অপতৎপরতা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এদের অন্যায়, অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে। আদালতের কাঠগড়ায় এদের মুখোশ উন্মোচিত হচ্ছে, এবং এদের অনেকেই আজ আইনের আওতায় আসতে বাধ্য হচ্ছেন। কিন্তু এদের একটি বড় অংশ এখনও পলাতক, এবং তারা নতুন নতুন কৌশলে সমাজ ও রাষ্ট্রকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে আমাদের সতর্ক ও সচেতন থাকা জরুরি। সত্য কথা বলার সাহস রাখতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ব্লগ ও অনলাইন প্লাটফর্মগুলোকে মুক্ত ও নিরাপদ রাখার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পক্ষপাতিত্ব, হুমকি ও ভয়ভীতির মাধ্যমে যারা মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে প্রতিবাদ জানাবো। শুধু ব্লগ নয়, সমগ্র সমাজ ও রাষ্ট্রকে এদের অপতৎপরতা থেকে মুক্ত করতে হবে।
সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে সক্রিয় হতে হবে। এদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হবে আমাদের প্রকৃত দেশপ্রেমের পরিচয়। আমরা যদি আজ সচেতন না হই, তবে আগামী প্রজন্মকে এই বিভাজন ও অন্যায়ের বোঝা বহন করতে হবে। তাই, আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি, যেখানে সত্য ও ন্যায়ের জয় হবে।
পুনশ্চ: মূলত: ব্লগ মডারেশন টিমের ''দৃষ্টি আকর্ষন'' পোস্টে জনৈক ব্যক্তির মন্তব্যের প্রতিক্রিয়ায় লেখা কমেন্টটি আকারে বড় হয়ে যাওয়ায় এখানে পোস্ট হিসেবে প্রকাশ করা হলো।
শুভকামনা সকলের জন্য।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


