
ব্লগাররা সব কোথায় গেল, ব্লগটা কেন শূণ্য?
কে বলেছে এমন কথা, ব্লগ লেখায় নাই পূণ্য?
ব্লগাররা সব কোথায় গেল, ব্লগটা রেখে খালি?
শূন্য কেন সামুর বাগান, কোথায় গেল মালি?
টুইটার ঝড়ে উড়ে গেছে, পাতা-পাতা শব্দ?
ইনস্টা রিলের ঝলকানিতে, ব্লগারগণ স্তব্দ?
ফেবুর মায়ায় নিভূ নিভূ, জ্বলছে সামুর আলো?
হৃদয়ের কালি শুকিয়ে গেছে, তাই বিষন্ন কালো?
কে বলেছে, 'এখানে আর কেউ পড়ে না'?
কে বলেছে, 'সামু নিরব, কেউ পোস্ট করে না'?
প্রিয়রা সব কোথায় গেল, হারিয়ে গেল আলো!
ধুলোমলিন ঝাপসা স্মৃতি, আর লাগে না ভালো।
আসুন সবাই, সামুর বাগান আবার উঠুক জমে,
মান অভিমান ভুলে আবার মিলনমেলা হোক ক্রমে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



