নামাঙ্ক - ২
- ৯/১২/৯৮
নূরী, শৈবাল, প্রবাল-এর ধারায় আকর্ষন দেখি ঝিনুকের
সংক্রামঙ্ক তোমার তীব্র তেমনি আকর্ষন হৃদয়ের পলে, পত্রে
রাত্রিহারা জ্যোৎস্নার মতো আমিও সদাই মূল্যহীন জিবন্ত
তবুও তোমার নিস্কলঙ্ক স্মৃতি হতে মুক্তি চাইনি কখনও।
কাকুতি কম্পনে তবুও আমি অন্তহীন নির্দ্বিধায়
দিনাতিপাত করি সকাশে তোমার দৃষ্টিনন্দিত স্মৃতি সনে ।
রঞ্জনরশ্মি হয়ে তা বয়েই চলে দিনক্ষন ধ্বংসের অবলীলায়
কথকতায় তোমামুক্তি অপ্রত্যাশিত হয়েও অবাঞ্চিত আর নয়।
নতুনভাবে দ্ব্যর্থহীন কন্ঠে জড়িত অনুবন্ধ চাই প্রেমাষ্পদ বাঁধনের।
ঠিক যেমনটি দিয়েছিলাম আমরা পূর্বপুরুষের পরম্পরায়।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



