নামাঙ্ক-১
- ১০/১১/৯৮
নতুনভাবে বাঁচার তবে নতুন নতুন স্বপ্ন গড়ার আশায়
স্বপ্ন চোখে বিভোর হয়ে সবাই জড়ায় ভালবাসায়
রাহুগ্রাসে হারিয়ে গিয়ে রাত্রিকালে স্বপ্ন দ্যাখে
তপন কিশোর প্রভাতে বেলায় তমালকন্ঠি সাক্ষী রাখে
কার আশাতে বুক বেঁধে আজ কাকেই বলবো মনের কথা
দিন ফুরিয়ে রাত গড়ালে দিক না কথা কনকলতা
রইবো তবু তার তরে আজ রঙিন আশায় ভুবন গড়ে
কন্ঠি হয়ে থাকবো শুধু কন্ঠ দেব আপন করে
নব্য জিবন সাধব তবু নতুন সুরের স্বরলিপিকে
ঠিকানা গড়বো তোমার দেয়া ঠিকরে আলো কন্ঠির বুকে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



