অধিকার
- ১৪/০৩/৯৯
তোমার তরে প্রবাল ঝড়ে কূল ভেসে যায় যার,
দেহমন যার ছিনায়ে নিয়েছে গহীন অন্ধকার,
দেহ-কূল-ঘর সকলি ভুলিয়া আজও যে তোমারে চায়,
ভেবে কি দেখেছ কেন সে এমন? কেনই-বা উছলায়?
কেনই-বা তার দুঃখ সুখের ভেলায় ভাসিছ ফিরে?
কেনই-বা আজও অশ্রু ঝরাও অপলক আঁখি নীড়ে?
কতখানি পাষান হইয়া পাষানী ঘৃনায় ফেরাও চোখ?
তোমারই তরে সপিল যে তার ইহলোক পরলোক।
ক্যামনে তাহার দৃষ্টি জুড়িয়া আজও তুমি দাও ধরা?
কেনই-বা আজও একটু বোঝনা তার বুকে কত খরা?
কেনই-বা তুমি অশরীরী আজও কিসের এত অভিমান?
কোথাই-বা তুমি হারাইলে তোমর স্বপ্নিল আসমান?
কতখানি অশ্রু দিয়া সে গড়িল অকূল পাথার ঢেউ?
প্র্রনয়ের বেলা শূন্য এখনও তুমি ছাড়া নেই কেউ
কখনো কি ভাবো, সেও তো মানব ভালবাসা তারও চাই?
আজন্ম চাইয়া একটু পাবার অধিকার কি তার নাই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



