ধ্রুবক
- ১৭/১১/৯৯
তুমি ও আয়না - কে বেশি সুন্দর?
তুমি ও মরিচীকা - কে বেশি দূরে, বলতো?
তুমি ও লজ্জাবতী - কে বেশি লাজুক, বলতো?
তুমি ও জ্যোৎস্না - কে বেশি স্নিগ্ধ, বলতো?
তুমি ও বসন্ত - কে বেশি ফুলেল, বলতো?
তুমি ও কন্ঠি - কে বেশি নীল, বলতো?
তুমি ও সীতা - কে বেশি নিষ্পাপ, বলতো?
তুমি ও পদ্ম - কে বেশি নিটোল, বলতো?
তব ভাবনায় আত্মগাহন করেও দিগ্বিদিক ছুটি
তুমি, তুমি, তুমি
আমার সব প্রশ্নের ধ্রুবক সমাধান ‘তুমি’,
প্রানবর্তিকা তুমি অবহেলে নিশ্চিত কর মরন।
নির্বিকার তুমি শত চিৎকারেও বধির,
কুম্ভকর্নের নিদ্রা তোমার ভাঙ্গেনি আজও,
তাই তো আমরন মম প্রতীক্ষা তব শয্যাপার্শ্বে,
জাগরনের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



