ডাইকাছিলি
- ২৬/১০/২০০৪
বুকের কসম দিলাম তোরে, উড়িয়া তুই ক্যান যাবি,
আমার সপ্ন সুখের মাঝে, তোর দেহ-কুল-মান দিবি।
খাচার ভিতর ছটর ফটর মোর পাখী আজ আধমরা,
চৈত্র দিনের ধরার মতো এই বুকেতে সেই খরা।
বুকে তোরে ধরার পাপে এই আমি আজ সবহারা,
বানভাসি সেই জলস্রোতে সব থেকে-ও কুলহারা।
বুকের ক্বরাল না-ই মানিলে, প্রানের সাথে প্রান দিয়া,
ক্যান রে তখন বাঁকাচোখে ডাইকাছিলি জান দিয়া ?
স্বীকার যখন করবিনা তুই সবার সাথে সৎ সাহসে,
বাইন্ধাছিলি মনটা তখন, কে-ই বা জানে কার আরশে।
প্রানের সাথে প্রানের খেলায় আগে-পিছে না ভাবিয়া,
ভাইসাছিলাম সবটা দিয়া, তোর চোখেতে চোখ রাখিয়া।
মুখের কথা ক্বরাল মাইনা, সাজাইয়া এই জীবনটারে,
দশটা বছর দিয়াছিলাম রাঙা তোর ঐ মান-কুলেরে।
দিনের শেষে সাঝের বেলায় পাখির মতো উইরা গিয়া,
আমার স্বপ্ন ভাইঙ্গা দিলি জীবনটারে নাশ করিয়া।
সবার সাথে না করিলি, জানলো শুধু আমার পরান,
তবু আজও চাইনা আমি এইটুকু হোক তোর অপমান।
জানিনা আজ কোন পাপে তুই দিলি রে এই মরনসাজা,
কমলো কিছু আমার, তবে বাড়লো যে তোর পাপের বোঝা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



