পথপানে
- ৩০/১২/১০
পথ ধরে চলে কেউ, কেউ পথের পরে যায়,
কারও পথে পথ মেলে, কারও পথ হারিয়ে যায়।
কেউ হাটে পথ ধরে, কারও পথ পথের ধারে,
কেই হাটে পথপানে, কারও পথ পথ চেনে।
কেউ পথে পথ খোজে, কেউ খোজে রথ,
কারও পথে ঘর মেলে, কারও দ্বৈরথ।
কেউ পথ হারিয়ে যায়, কেউ যায় মারিয়ে,
সবাই পথে ধেয়ে যায়, যায় সব ছাড়িয়ে।
কারও পথে রক্ত ঝড়ে, কারও ঝড়ে ফুল,
নদী ভাঙ্গা পথ কারও হারায় দু’কুল।
কারও পথ সীমাহীন, কারও রাজপথ,
কদাকার পথ কারও, কারও মেঠোপথ।
কারও পথে কাটা মেলে, কারও পথ ফাটা,
আমার পথ পথের বুকে পাথর করে আটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



