এই পিকচার দেখে আনন্দ পেয়েছি তাই আপলোড করলাম...মজা পেতে পারেন হয়তো --যাদের ভালো কাটে নি এই সত্য কথা শুনে হয়তো একটু হাসবেন তাই দিলাম ।
ঈদ মানেই আনন্দ - সবার আনন্দময় সময় কাটে না - কারো বোরিং কারো বিন্দাস -কারো চলে কারো বা মাটি --কারো জন্য ঈদে থেকে নরমাল দিন অনেক ভালো কাটে --
কিন্তু আমার ঈদ এই দুই দিন --বেশ ভালো কেটেছে --ঘুড়া -খাওয়া -আড্ডা --সেলামী মাসাল্লাহ ভালো পেয়েছি তাতে আমি খুশি --- !!
কত পাইছি এটা আপনারা ধরনা করতে থাকেন ......দেখি কার হয় ৫০০ আসে -পাসে হলেও ধরে নিয়া হবে হয়েছে --
>>> যার মনে হবে ফাইজলামি পোষ্ট প্লিজ এই পোষ্ট আপনার জন্য না আপনি আসতে পারেন --নাক অন্যত্র গলান
জানান কার কেমন ঈদ কেমন গেলো .........হোপ সবার ঈদ আনন্দ মুখর কেটেছে ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




