somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্সরীয়া ঈদ স্পেশাল ব্লগ- রান্নাবান্না, খানাপিনা, সাজুগুজু, কাটুম কুটুম ইত্যাদি, ইত্যাদি ও ইত্যাদি.... :) :) :)

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই কবে ঈদ ব্লগ দিয়েছিলাম সে আজ দুবছরেরও বেশী হতে চললো। এরপর নীলুমনি যাও বা একটা দুটো ঈদ খানাপিনা সাজুগুজু পোস্ট দিলো আর কেউ তো দিলোই না। কি আর করা। ঈদ সে রোজার ঈদই হোক আর কোরবানীরই হোক। ঈদ তো ঈদই আর ঈদ মানেই আনন্দ।:) তবে অনেকেই বলে সেই ছোটবেলার মত আর ঈদের নাকি মজা নেই। আমার কিন্তু তেমনটা মনে হয়না। ঈদ সে আবার ছোটবেলা বড়বেলা কি আর তাই আমি আজও এই বড়োবেলা বা বুড়িবেলাতে এসেও মোহোৎসাহে লেগে যাই ঈদ কে ঈদ ঈদ বানিয়েই ছাড়তে।:)
ঠিক সে কারনেই ঈদের আগের দিন রাতে বসে গেলাম ঈদ স্পেশাল চকলেট কেক বানাতে।:)
এক কাপ ময়দা
এক কাপ চিনি ও ৪ টা ডিম
এক চা চামচ বেকিং পাউডার
এক চা চামচ ভ্যানিলা এসেন্স
দুই টেবিল চামচ গুড়া দুধ
আধা কাপ কোকো পাউডার
একটা বড় মাখন
একটা এগ বিটার আর একটা ওভেন।

ব্যাস হয়ে গেলো কেক। তবে তার আগে ময়দা, দুধ আর বেকিং পাউডার শুকনা অবস্থায় মিলিয়ে রাখতে হবে। আর ডিমের সাদা অংশ বিট করে ফেনা তুলে হলুদ অংশ আর চিনি দিয়ে বিট করতে হবে। এর পর ময়দা দুধ আর বেকিং পাউডারের মিশ্রনটা মেশাতে হবে । এখন ভ্যানিলা এসেন্স মিশাতে হবে।এর পর কোকোপাউডার মিশিয়ে দিতে হবে। সবশেষে গলানো মাখন মিলিয়ে নিয়ে মাইক্রো ওভেনে হাই পাওয়ারে ৬ মিনিট। ওহ সব মিশামিশির কাজ করতে হবে এগ বিটার দিয়ে নইলে হাতে করলে ইনশাল্লাহ বাজে হবেই।:(

যাই হোক ৬ মিনিট পর হয়ে গেলো ব্রাউন, ফ্লাপি চকলেট ব্রাউন কেক। এরপর ডিশ থেকে নামিয়ে আমি তাতে আমার প্রিয় কোয়ালিটি স্ট্রিট চকলেট কুচি কুচি করে কেটে কেটে ছড়িয়ে দিয়েছি! বাহ একদম অপ্সরীয়া স্পেশাল কেকের মতই লাগছে তো!!!!!!!!!!:) :) :)

কোকোপাউডারটুকু বাদ দিয়ে প্রায় একই পদ্ধতিতে বানিয়েছি মার্বেল কেক।:) ছড়িয়ে দিয়েছি চারপাশে কাটা টুকরো ফল, মানে অকারণেই আর কি :) কেকটাকে সাজুগুজু করানোর জন্য আর একটু স্পেশাল ভাব আনার জন্য।:)

এরপর ঈদের সকাল আর সকাল সকাল মোগলাই পরোটা বানাবার প্রস্তূতি।(নীলুমনি দেখে নাও কিভাবে বানায় মজাদার মোগলাই:))এইভাবে রাতে তেলে চুবিয়ে রাখা খামিরাটাকে টেনে টুনে পাতলা করে রুটির মতো করে নিয়ে তাতে কিমা, ডিম, পেয়াজ,মরিচকুচি, ধনেপাতা দিয়ে বানিয়ে ফেললাম মজাদার ইয়াম্মী মোগলাই।:):):)

সকালের খাবারের মেন্যুটা ছিলো এমনই! মোগলাই পরোটা, দু রকম কেক আর স্পেশাল জর্দা।:)

আর দুপুরে স্পেশাল কাচ্চি বিরয়ানী বানাতে গিয়ে বানিয়ে ফেললাম স্পেশাল কাচ্চি বিরিয়ানী ঘাটি।:( কি আর করা সবসময় কি সবখানে পাসমার্ক পাওয়া যায়।! তাতে কি ঘাটি হলেও খেতে খারাপ হয়নি কিন্তু তেমন।:) সবাই বানায় স্পেশাল কাচ্চি বিরিয়ানী আর আমারটা হলো মাছের মুড়োঘন্টের মত কাচ্চি ঘন্ট!:)

এরপর রাতে ভুনা খিঁচুড়ি আর কোরবানির মাংসের হাড়িয়া কাবাব আর গরুর মাংস রান্না। এটা ছিলো ডাবল স্টারমার্কস পাওয়া।

ভুনা খিঁচুড়ি :)

হাড়িয়া কাবাব :):)

গরুর ঝাল মাংস:):):)
এই স্পেশাল ভুনা খিচুড়ি আর হাড়ি কাবাবের রেসিপি কেউ চাইলে দিয়ে দেবো!:)

ঈদের পরদিন সকালবেলা

নানরুটি,গরুরমাংস, খাসীর রেজালা, সালাদ আর মিষ্টি ( সকালের নাস্তার গেস্ট ছিলো অবশ্য)

নানরুটি

গরুর মাংস

খাসীর মাংসের রেজালা

সালাদ

কলকাতা থেকে গেস্টের আনা হলদিরামস মতিচুর লাড্ডু আর শোনপাপড়ি!:

মতিচুর লাড্ডু

শোনপাপড়ি

আমাদের ঢাকার রসের মিষ্টি
মাংস আর মাংস আইটেম খেয়ে খেয়ে টায়ার্ড! তাই দুপুরের মেন্যু ইলিশমাছ ভাজা, সাদাভাত আর ডাল!:)

ইলিশ মাছ

ভাত, ডাল আর ইলিশমাছহ ভাজা, কাঁচা পেয়াজ মরিচ:)
রাতে নানুবাসায় ঈদ উৎসব পার্টি ছিলো তাই নো খানাপিনা এ্যট হোম!:)

পরদিন সকালে

চালে ডালে খিঁচুড়ি আর ইয়াম্মী ইয়াম্মী মাংসের ঝুরি ভাজা! সাথে জলপাই আচার!:)

পরদিনের সকালের নাস্তা- পায়া আর নানরুটি।:)

ইয়াম্মী ইয়াম্মী!:)

আর এমনি এমনিই বানিয়েছি ডোনাটস!:)

এই ছিলো পোস্ট লেখা শুরু করার আগ মুহুর্ত পর্যন্ত খানাপিনা রান্নাবান্নার এবছরের ঈদ স্পেশাল কিছুমিছু! অবশ্য আরও কিছু আইটেম এক্সিপেরিমেন্ট বাকী আছে এখনও! শামীকাবাব,নেহারী,হান্টার বিফ,পাক্কী বিরিয়ানী ইত্যাদি,ইত্যাদি ও ইত্যাদি! যদিও পাক্কী বিরিয়ানী রন্ধনের জন্য পাক্কী বাবুর্চিকেই ভরষা করা হয়েছে! নতুবা বাসার মানুষজনের ধারণা কাচ্চি ঘন্টের মত আমি নাকি যেকোনো মুহুর্তেই পাক্কী ঘন্টও বানিয়ে ফেলার মত কৃতিত্বও অর্জন করতে পারি!:(

যাইহোক এই পাক্কী বিরিয়ানী খাবার গেস্টগুলোও স্পেশাল! আমাদের প্রতিবেশী এতিমখানার অতি আদরের ছোট্ট ছোট্ট বাবুগুলো! কাজেই নো মোর এক্সপেরিমেন্ট দিস টাইম! আমি বরং ওদের জন্য আরও কিছু চকলেটকেকই বানিয়ে দেবো! এইকাজে আমিই স্পেশালিস্ট!:)

যাইহোক রিমঝিমনি, সালমামনি এরা নিশ্চয় মনে মনে ভাবছে পোস্টের শিরোনামের খানাপিনা, রান্নাবান্না কাটুমকুটুম(গেস্ট) সবার কথাই তো হলো তাইলে সাজুগুজু কোথায় গেলো?

এটা রান্নাবান্না করে ক্লান্ত শ্রান্ত হয়ে সাজুগুজু করে কাটুমকুটুমদের জন্য ওয়েট করা( অবশ্য একটু মডেলিং স্টাইল দেবার চেষ্টা করেছি)।:)

ঐদিকে অতিথিরা বসে আছেন আর এই দিকে ......কল্লাকাটা পেত্নী:P


সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা........):):)

আর আমার এই স্পেশাল পোস্টখানি উৎসর্গ করছি কিছু স্পেশাল পিচ্চিপাচ্চা আর ভাইয়ামনি আপুনিদেরকে ..........:)
অপু তানভির আমার আদরের গল্পকারভাইয়া,
ফাহিম আহসান ( আমি সাজিদভাইয়া)
সালমা হ্যাপীমনি,
নীল দর্পনমনি,
রিমঝিমনি,
ফায়সাল ফারুখ তুর্য ভাইয়া,
গাধাভাইয়া,
সুমন ভাইয়া,
রাতুলশাহভাইয়া
তামিমভাইয়া,
বিরোধীদলভাইয়া,
জেমসবন্ডভাইয়া
শাহাদাৎ তন্ময়ভাইয়া,
শহিদুল কবিভাইয়া,
আরমান ভাইয়া,
স্বর্ণামনি,
আলাউল সৌরভ ভাইয়া,
সাইফুল ইসলাম সজীবভাইয়া
কাল্পনিক ভালোবাসা ভাইয়া,
আমার একটা পেটুকভাইয়া অনন্ত দিগন্ত:),
রাশেদ হাসান নোবেলভাইয়া,
পলি আগোরা আপুভাইয়া:P
হিমু নায়েল ভাইয়া,
দলছুট শুভভাইয়া,
আমার কলিজার টুকরা ফয়সাল আলমভাইয়া,
ছুটি আপুনি,
তন্ময় ফেরদৌসভাইয়া,
লিনকিন পার্কভাইয়া,
সায়েম মুন ভাইয়া,
চেয়ারম্যানভাইয়া,
যাযাবরভাইয়া,
অরুনাভ ভাইয়া,
গাব্রিয়েল সুমন অসাধারণ এক কবিভাইয়া


সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক অনেক অনেক!!!:) :) :)
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৩
১৫৯টি মন্তব্য ১৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তীব্র তাপদাহ চলছে : আমরা কি মানবিক হতে পেরেছি ???

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ২:১৯

তীব্র তাপদাহ চলছে : আমরা কি মানবিক হতে পেরেছি ???



আমরা জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে আছি,
আমাদেরও যার যার অবস্হান থেকে করণীয় ছিল অনেক ।
বলা হয়ে থাকে গাছ না কেটে... ...বাকিটুকু পড়ুন

ব্যবহারে বংশের পরিচয় নয় ব্যক্তিক পরিচয়।

লিখেছেন এম ডি মুসা, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৫

১ম ধাপঃ

দৈনন্দিন জীবনে চলার পথে কত মানুষের সাথে দেখা হয়। মানুষের প্রকৃত বৈশিষ্ট্য আসলেই লুকিয়ে রাখে। এভাবেই চলাফেরা করে। মানুষের আভিজাত্য বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য। সময়ের সাথে সাথে কেউ কেউ সম্পূর্ণ... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

বন্ধুর বউ কে শাড়ি উপহার দিলেন ব্যারিস্টার সুমন। বাটার প্লাই এফেক্ট এর সুন্দর উদাহারন।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৭



এক দেশে ছিলো এক ছেলে। তিনি ছিলেন ব্যারিস্টার। তার নাম ব্যারিস্টার সুমন। তিনি একজন সম্মানিত আইনসভার সদস্য। তিনি সরকার কতৃক কিছু শাড়ি পায়, তার জনগণের মাঝে বিলি করার জন্য।... ...বাকিটুকু পড়ুন

×