কেমন আছেন সবাই? অনেক দিন কিছু লেখা হয় না, রাজিব নুর ভাই ছারাও আরও অনেকের ছবি ব্লগ দেখলাম, ভালো লাগলো, তাই আর অপেক্ষা করতে পারলাম না, নিয়ে আসলাম কিছু ছবি।
১। প্রকৃতি সর্বদা চেতনার রঙ ধারন করে।

২। প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞত। বাড়ায়

৩। প্রকৃতি দর্শনের কোনো জায়গা নয় বরং প্রকৃতি হলো আমাদের আসল বাড়ি।

৪। প্রকৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা এটি শুনতে চায়।

৫। প্রকৃতি কোনো কিছুই তাড়াহুড়ো করে না তবে সবই ঠিক সময় মতো করে।

৬। প্রতিদিন অন্তত ১০ মিনিট প্রকৃতি দর্শন করুন, জীবন বৃথা যাবে না ।

৭। প্রকৃতি হলো স্রষ্টার শিল্প।

৮। প্রকৃতিতে হারিয়ে যাও এবং তুমি তোমাকে খুজে পাবে।

আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




