শনিবার রবিবার মানেই আমাদের বাসা থেকে একটু বের হইতে হবে, বউ বাচ্চা সবাই ৫ দিন আমরা মহা ব্যাস্ত। বাচ্চাদের নিয়ে পার্কে যাই, তাদের খেলতে দেই, তাদের সাথে খেলি, জীবনটা অনেক সুন্দর মনে হয় অনেক। যাই হোক এই সপ্তাহে ক্যামেরা নিয়ে বের হইতে পারছিলাম, বেশ কিছু ছবি তুলতে পারছি সেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
১। নাম না জানা ফুল।

২। হে প্রজাপতি তুমি ফুলে ফুলে।

৩। ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।

৪। আপনি সাদা ফুলকে ভালবাসুন তাহলে মানুষকে ভালবাসতে পারবেন।

৫। শীতের আগেই গাছের পাতা সাজতে বসে যায়।

৬। প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


