somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টেলের সিক্সথ জেনারেশন :: কম্পিউটার কিনতে গেলে যা মাথায় রাখা উচিত

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা সূক্ষ্ণ সিঙ্কিঙ হোক। আমরা পিসি ব্যবহার করি, বিভিন্ন ব্রান্ডের নাম ভাঙাই। এইচপি, কোর আই ফাইভ, সেভেন, আট গিগা রেম... কিন্তু কম্পিউটার স্লো থাকে আর মনে করি আসলে এটা স্লো থাকারই ছিল। ভুল।

রীতিমত গ্যাঁট হয়ে বসে ছিলাম সিক্সথ জেনারেশনের প্রসেসরের জন্য। আমি মোটামুটি কম্পিউটার হার্ডওয়্যারের ফ্রিক, সেইসাথে সফটওয়্যার ভার্শনেরও। হুদাই। পনের বছরেও ওই অভ্যাসটা গেল না।

সিক্সথ জেনারেশন একটা ব্রেকথ্রু নিয়ে এসেছে। পিসি কিনতে গেলে কেন কিনবেন, কী কিনবেন, কীভাবে আপগ্রেড করবেন, বাজেটের সাথে কীভাবে মানাবেন এই নিয়ে একটু টালবাহানা হোক।

প্রথমত, পিসি আপনার কেন দরকার? আমরা সাধারণত এটা ক্লিয়ারলি জানি না, কারণ টেক-স্পেক নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই। তাহলে সোজা চলে আসুন সাবজেক্টে। বাংলা আলাপ, আপনাকে যত পরিচিত "দোকানদার" ই হোক না কেন, টেক-স্পেক ঠিকমত জানাবে না। কারণ, তার সেই সময় নেই। এমনকি, সে নিজেও অতটা জানে না, সেল করে।

তাই নিজের জন্য সঠিক পিসিটা নিতে গেলে এইসব প্রশ্ন দিয়ে বোঝা সম্ভব- যেন বাজেট ও পারফরম্যান্সে একটা ভারসাম্য আসে।

হাজার হাজার টাকা দামের প্রশ্ন:
ভারি গেইম কি আদৌ খেলবেন?
ভিডিও এডিটিঙ বা রেন্ডার দেয়ার মত জগদ্দল পাথর চাপাবেন মেশিনের ঘাড়ে?
আপনার কি ল্যাপটপ আসলেই দরকার?
নাকি বড়জোর ফটোশপ-ইলাস্ট্রেটর অটোক্যাড ডকফাইল ইত্যাদি?


ল্যাপটপ বিষয়ক:
ল্যাপি হল ফক্কিকার। নিয়ে ঘুরতেও কিন্তু বেশিদিন ভাল লাগবে না। কারোই লাগে না। একমাস গেলেই ভারি লাগে। ল্যাপটপের কোর আই ফাইভে যে পারফরম্যান্স পাবেন, তারচে বেশি পাবেন ডেস্কটপের ডুয়াল কোরে, যদি উভয়ই সিক্সথ জেনারেশন হয়। তবু। কারণ, ল্যাপটপের হার্ড ডিস্কগুলো হয় ৫৪০০ আরপিএম। অপরদিকে ডেস্কটপ যে নিবে সে তো অবশ্যই ৭০০০+ আরপিএম হার্ডডিস্ক নিবে। যত ডাটা প্রসেস হবে সব হাড্ডি থেকে হবে। তাই হাড্ডি ভাল গতির চাই। এরপর আসুন রেমের গতিতে। ল্যাপের রেমের গতি কখনোই ডেস্কটপের রেমের গতির সমান হয় না। ল্যাপের রেমের পিনও কখনো ডেস্কের রেমের ফিজিক্যাল পিনের সমান হয় না, আর ফিজিক্যাল পিন ম্যাটার্স। ল্যাপে গালভরা আট গিগা চার গিগা রেম থাকে। কিন্তু ডেস্কে আপনি একই সময়ে একই ব্র্যান্ডের একই মডেলের দুটা একই রেম লাগাবেন। পিন হয়ে যাবে ডবল। মানে, চার গিগা রেম শুনতে ভাল। আরো ভাল, যদি দুই গিগার দুটা হয়। এতে ফিজিক্যালি ডাটা বেশি এক্সেস করে। এরপর আসুন খোদ্ প্রসেসরে, প্রসেসর ডেস্কেও কোর আই আর লেপেও। কিন্তু গতিতে আকাশ পাতাল ফারাক। ক্যাশ মেমোরিতেও। তার বাইরে ল্যাপের মাদারবোর্ড বা মেইনবোর্ড দুর্বল। সবচে বড় কথা, ল্যাপ কখোনাই টার্বো মোডে যাবার জিনিস না।

ল্যাপ আমি অপছন্দ করি আরো কয়েকটা বিশেষ কারণে, স্ক্রিন বড় হওয়ার মধ্যে চোখের একটা ব্যাপার আছে। কম্পিউটার ফ্রিকদের চোখ সুস্থ রাখা দরকার। লাখ টাকা দিয়ে মেশিন কিনে ভেন্টিলেটরের দিকে কেন চেয়ে থাকব? মনিটরের নামে দরজা লাগিয়ে দিব। আরেকটা বড় বিষয়, না আপগ্রেড করা যায়, না আপগ্রেড করলে তা কাজে আসে। নষ্ট হলে ঠিক করা যায় না। ঠিক করলে ঠিক থাকে না।
সবচে বড় অসুবিধা, ব্যাটারির অস্বাস্থ্যকরতা। কিন্তু ক্যান্সারদায়ী রেডিয়েশনকে এই স্মার্টফোনের যুগে কে কেয়ার করে?

সিক্সথ জেন ডেস্কটপ:


বাজেট ডেস্ক:
পয়সা কম? কৌশল করুন। কিনে ফেলুন প্রসেসরের মধ্যে এইটা- Click This Link হাজার পাঁচেক টাকা দিয়ে। রেম কিনুন একটা। চার গিগ। অবশ্যই ২১০০ বাস স্পিডের। নো ১,৬০০; নো ১৩৩৩।

মাদারবোর্ড তো গিগাবাইটেরটা ভাল। পৌনে ছয় থেকে সাড়ে ছয় হাজারের একটা কিনে ফেলুন।

মনিটর এট লিস্ট সাড়ে আঠারো ইঞ্চি। হাজার সাতেকে পাওয়া যায়।
কেসিং দেড় হাজারি না কিনে দুই আড়াই হাজারি কেনা ভাল। এটা একটু দেখেশুনে।
কিবোর্ড মাউস অবশ্যই এফোরটেক। কী যে শান্তি এইটায় বলার মত না।
হুদাহুদি অপটিক্যাল ড্রাইভ না কিনে পেনড্রাইভ বরং বেশি দাম দিয়ে চৌষট্টি গিগ কিনে ফেলুন। এই যুগে কে সিডি ডিভিডি দেখে? আমার শয়ে শয়ে সিডি ডিভিডি পড়ে আছে, ধরার সময় পাই না। কেউ পায় না। খালি পোর্টেবল হার্ড ড্রাইভ থেকে কপি করে আর চলতে থাকে।
ইউপিএসটা কিন্তু কেনা উচিত।
কোন সাউন্ড কার্ড, ভিডিও কার্ড বা গ্রাফিক্স কার্ড লাগে না। এমনকি ফটোশপ ইলাস্ট্রেটর অটোক্যাড বা সাধারণ ভিডিও এডিটর রেন্ডার সফটগুলোতেও লাগে না। এগুলো এখন সুপার লাইট সব ভার্শন এসেছে।
একটা কথা ক্লিয়ার, প্রফেশনাল কাজের গ্রাফিক্স কার্ড আর গেম খেলার গ্রাফিক্স কার্ড আকাশ পাতাল তফাত। পয়সা যা ফেলার তা গেমের পেছনেই ফেলা হবে।
আমি মনে করি পয়সা খরচ করা উচিত হার্ড ডিস্কে। এক টেরার নিচে নয়। স্পিড ওইযে সাত হাজার প্লাস আরপিএম। তিন টেরা হলেও চলে, যদি বাজেট থাকে। দুনিয়ার যেখানে যা পাবেন সব ডাম্প করবেন মেশিনে। জীবনেও খুলে দেখা হবে না। তাও শান্তি।

সুবিধা:
পরে যখন আপগ্রেড করতে ইচ্ছা করবে, বিক্রয় ডটকমে সেল দিয়ে দিবেন প্রসেসর আর রেমটাও। এরপর ঠান্ডা মাথায় দুইটা চার গিগের একই মডেলের একই ক্ষমতার রেম কিনবেন ২১০০ বাসের। সেইসাথে একটা কোর আই থ্রি বা ফাইভ। ও কাজ করলে নিজের কম্পিউটারকে মনে হবে সুপার কম্পিউটার।

তবে সত্যিকার সুপার কম্পিউটার চাইলে::

দেশ থেকে না। অতি দাম। প্রয়োজনে সেকেন্ড হ্যান্ড হোক। বাইরে থেকে আনিয়ে নিবেন একটা স্যামসঙ বা ইন্টেলের সলিড স্টেট ড্রাইভ। অন্য কারোটা না। আর অবশ্যই সেটা ৫০০ গিগার রেঞ্জে হতে হবে। আড়াইশো না। আড়াইশোর ফিজিক্যাল ক্ষমতা কম। রিড স্পিড কম। রাইট স্পিডও কম। এসএসডির মূল বিষয় হল স্পিড। ভাব না। তাই স্পিড পেতে চাইলে কমপক্ষে আধ টেরা বা এক টেরা নিতে হবে। আর মডেলটা প্রো সিরিজ হলে ভাল, না হলেও ক্ষতি নেই, রিড আর রাইট স্পিড দেখে নিতে হবে।

সেক্ষেত্রে আরো ভাল দুদ্দাড় মেশিনের জন্য শুরুতেই কোর আই সেভেন বা ফাইভ নিয়ে, দুই তিন স্লটে প্রতিটা ২৪০০ বাস স্পিডের একই রেম নিয়ে, ছোটখাট গ্রাফিক্স কার্ড নিয়ে, ভাল একটা পাওয়ার সাপ্লাই নেয়া উচিত। মনিটর বাইশ ইঞ্চি বা বড়।


সব বাজেট কাভার্ড। এম্নিতে সূক্ষ্ণভাবে জিনিসটাকে মিলিয়ে নিলে আমরা কোর আই থ্রি আলগাতে পারব না।

হাপ্পি কম্পিউটিঙ। যন্ত্রমানব, এগিয়ে যান।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
১৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×