♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
ভাই গোফরান,
জ্বী সম্বোধন ঠিক আছে। অবাক হলেও আমি আপনাকেই লিখছি। কারণ, শেষ পর্যন্ত লিখবো না, লিখবো না করেও না লিখে পারলাম না। তা যেহুতু আপনি মিডিয়া জগতের বলে পরিচয়েই পরিতৃপ্তি লাভ করে থাকেন, তাই লিখার শুরুতে আসুন একটি গান শুনি।
হয়তো গানটি শোনার পর অবাক হচ্ছেন কেনো আপনাকে এই গান শুনাচ্ছি। ভাবছেন আপনার জীবনেতো এতো কষ্ট নেই। তবে কেনোইবা এই কষ্টের গান ডেডিকেট করছি?
হুম, আমিও জানি যে আপনার জীবন খুবই রোমান্সপূর্ণ। মিডিয়ায় আছেন তাই রোমান্টিক জীবন হবে এটাইতো স্বাভাবিক। তারপরও আপনাকে এমন গান শোনানোর কারণ হচ্ছে আপনার ব্লগের কার্যক্রমে মনে হয় আপনি খুবই ডিপ্রেসড্। আপনি যেকোনো সুস্থ্য ব্যক্তির সাথে আপনার ব্লগীয় কার্যক্রম আলোচনা করে দেখবেন। যদিও সুস্থ্য বলতে আপনি একজনকেই বুঝেন। সে বিষয়ে পরে আসছি।
ব্লগে আপনার আচরণ বলে আপনার সবসময় মনে হয় যে অন্যরা আপনাকে নিয়েই লিখছে। আপনার কথাই ভাবছে। ইদানিং কেউ পরিবর্তন বা রং বদলের কথা বললেই আপনি তা নিজের দিকে টেনে নেন। বিষয়টা “আমি কলা খাই না” টাইপের হয়ে যাচ্ছে না? একজন রোমন্টিক মানুষের কি এটা মানায়? আপনি থাকবেন সদা স্বতঃস্ফূর্ত। কে কি বলছে তা এতো দেখার, শোনার বা ভাবার সময় আছে নাকি? যাস্ট চিল! আমাকে নিয়েওতো আপনি কতো কি বলেন। আমিতো অস্বস্তি ফিল করিনা, বরং এনজয় করি। তবে আপনার মতো রোমান্টিক একটা মানুষের কিসের এতো অস্বস্তি? যাস্ট চিল ম্যান!
আপনি রক্ত গরম রাখতে ভালবাসেন মনে হয়। সবসময় নিজের মাঝে একটা প্রতিবাদী ভাব রাখতে চান। কিন্তু ভাই, প্রতিবাদেরতো একটা ধরণ আছে। বিশ্বাস করবেন, আপনি যেটাকে প্রতিবাদ মনে করেন সেটা বাচ্চামি লাগে? আপনিতো ম্যাচিউর। তাছাড়া রোমান্টিসিজমের মাঝে থেকে এতো প্রতিবাদ কোথায় পান? মডেলদের মাঝে থেকেতো আপনার মেজাজ এবং রক্ত দু'টোই ঠান্ডা থাকার কথা। আপনার পেশার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনি যে পেশায় বা যাদের সাথে কাজ করেন, সেখানে কি এতো গরম মেজাজ মানায়?
একা আসছি, একা যাবো। তো এই কয়দিনের জীবনে বাঁচার জন্যে কেনো গুরু লাগবে? নিজের মতো করে বাঁচাইতো স্বাধীনতা। তাই না? তবে কেনো অন্যের থেকে নিজের দায়িত্ব-কর্তব্যের দীক্ষা নিতে হবে? নিশ্চই নিজের পছন্দে মিডিয়াতে এসেছেন? তবে বাকি জীবনটা কেনো অন্যের থেকে পছন্দ-অপছন্দের দীক্ষা নিতে হবে? যাস্ট চিল ব্রো। জীবনটা এতো সিরিয়াস কিছু না। আর আপনি মিডিয়ার লোক। সো আপনাকে লাইফ এনজয় করা আমার শিখানো বেমানান।
তাই আপনার রাজনৈতিক ব্যক্তিগত আদর্শ নিয়ে অন্যকে জামাত-শিবির তকমা দেওয়াও কি ঠিক? সবারই নিজস্ব স্বাধীনতা রয়েছে। তাই এসব করা প্রতিবাদ নয়, যাস্ট বাচ্চামি। নিশ্চই এখন আপনার ফিডার খাবার বয়স না? তাই আশা আপনার কাছে যে আপনি শিরদাঁড়া উঁচু করে নিজের জন্য রোমান্টিক জীবন যাপন করবেন। কে কি বলছে বা করছে তাতে যাস্ট ডেম ক্যায়ার। কাউকে গুরু মানাও কর্তব্য নয়। যাস্ট লাইফটা এনজয় করুন মানুষ হিসেবে, কোনো গুরুর শিষ্য হিসেবে নয়!
অনেককিছু বললাম বলে ক্ষমা করবেন। জানিনা আপনি বুঝতে পেরেছেন কিনা যে আপনার ভালোর জন্যেই ভালোবেসে এসব লিখেছি। হয়তো ভুল বুঝে বলে চলেছেন যে, আমি রং বদলে ভালো মানুষ সাজছি। এমনটা ভাবলে কিন্তু বিষয়টা আপনার নিজের দিকেই যাবে। আবার হয়তো এজন্য দৌড়ে গুরুর পোস্টে গিয়ে আমায় বিকৃত নামে জামাত-শিবির বলবেন। হাহাহাহাহা……. যাস্ট চিল ম্যান। আপনার পেশার সাথে মাথা গরম বড্ড বেমানান। এতে আপনার সহকর্মীদের বদনাম হবে। নিশ্চই আপনি তা চান না? তাই সহকর্মীদের মতো মেজাজ ঠান্ডা রাখার তালিম নিন। জীবনে কাজে দিবে। গুরুর পেছনে ধর্না দিয়ে এসাইলামের আশা ছেড়ে দিন। নিশ্চই যারা তৃণমূলে সাবেক সরকারের শিষ্য ছিলো তাদের হতে শিক্ষা নিয়েছেন? গুরুদের মতাদর্শ যতোই ভিন্ন হোক, কিন্তু সব গুরুরই প্রধান মতবাদ হচ্ছে, “জান বাঁচানো ফরজ!”
যাইহোক, ভালো থাকুন। রোমান্টিক হোন। সহকর্মীদের মুখ উজ্জ্বল করুন। আর সবশেষ আপনার জন্যে আবার একটি গান। আশা করি এবার খুশি হবেন। স্মাইল প্লিজ……..
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪০