
চলে যাবার আগে মন থেকে ডেকো শুধু একবার
তাহলে হারানোর ইচ্ছে টুকু আর রবে না আমার।
খসে পড়ার আগে তুমি একটু ছুঁয়ে দিও
চির সবুজ হয়ে রয়ে যাবো এটুকু জেনে নিও।
ঝিরিঝিরি ঝরবার আগে আমি বরষার মেঘ
কোমল স্পর্শে ছুঁয়ে দিয়ো কিছু গোপন আবেগ।
আমি জানি তুমি ভুলবে না ছাড়বেও না আমাকে
আমিও রয়ে যাবো কান্নাজল হয়ে তোমার দু-চোখে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবিঃ গুগল থেকে
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



