বিসমিল্লাহির রাহমানির রাহিম
কয়েকটি গুনের উপর মেহনত করে আমল করতে পারলে দ্বীনের উপর সহজ হয়। গুন কয়টি হলো -১। কলেমা
২।নামাজ
৩। এলেম ও জিকির
৪। একরামুল মুসলিমিন
৫। সহী নিয়ত
৬। দাওয়াতে তাবলীগ।
কলেমাঃ "আমরা দু-চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব কিছু মাখলুক। আর মাখলুক কিছুই করতে পারেনা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু পারে মাখলুক ছাড়া অথবা দ্বারা। একমাত্র হুজুর (সঃ)-এর তরীকায় দুনিয়া ও আখেরাতের শান্তি ও কামিয়াবী।" এই কথার একীন দিলে পয়দা করা।
*এই কলেমা যে একীন ও এখলাছের সাথে একবার পাঠ করবে আল্লাহ তা'য়ালা তার পিছনের সমস্ত গোনাহ মাফ করে দিবেন।
* এই কলেমা যে সকাল বিকাল একশত বার পাঠ করবে কাল কেয়ামতে তার চেহারা পূণিমার চাঁদের ন্যায় উজ্জল করে ওঠাবেন।
এই কলেমা আমি বেশি বেশি পড়ি আর এর লাভ জানিয়া অপর ভাইকে দাওয়াত দেই এবং দো'য়া করি- আল্লাহ তা'য়ালা এই কলেমা অনুসারে আমল করার তৌফিক আমাকে দান করেন, সমস্ত উম্মতি মোহাম্মদীকে ও দান করেন-আমীন।
নামাজঃ হুজুর (সঃ) যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবাদের যেভাবে নাম পড়ার শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা।
হুজুর (সঃ) বলেছেন, নামাজ মানুষকে খারাপ কাজ হতে বিরত রাখে। হুজুর (সঃ) আরোও বলেন,'' যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব ও এহতেমামর সাথে আদায় করবে আল্লাহ তা'য়ালা তাকে নিজ জিম্মদারীতে বেহেস্তে প্রবেশ করাবেন।
অন্য জায়গায় বলা হয়ছে, যে ব্যক্তি নামাজ সমূহ গুরুত্বে সাথে সময়ের প্রতি লক্ষ রেখে আদায় করবে আল্লাহ তা'য়ালা তাকে পাঁচটি পুরুষ্কার দিবেন---
১।দুনিয়াতে তার রিজিকের সমস্য দূর করে দিবেন।
২।কবর আজাব মাফ করে দিবেন।
৩।আমলনামা ডান হাতে দিবেন।
৪।বিজলীর ন্যায় পুলসিরাত পার করাবেন।
৫।বিনা হিসাবে জান্নাতে প্রেবেশ করাবেন।
ফরজ নামাজগুলো আমরা জামাতে আদায় করি, ছুন্নত ও ওয়াজিবের পাবন্দি করি, নফল নামাজ বেশি বেশি আদায় করি, ক্বাজা নামাজ থাকলে খুজে খুজে আদায় করি। এবং নামাজের লাভ জানিয়া অপর ভাইকে দাওয়াত দেই এবং আল্লাহর কাছে দো'য়া করি এই নামাজ আমাকে বেশি বেশি পড়ায় তওফিক দান করেন এবং বিশ্বের সকল উম্মতি মোহাম্মাদীকে এই নামাজ পড়ার তওফীক দান করেন, আমীন।
এলেম ও জিকিরঃ
এলেমঃ আল্লাহর কখন কোন আদেশ নিষেধ জানিয়া হুজুর (সঃ) উনার তরীকায় আ'মল করা।
চলবে----ইনশা আল্লাহ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



