স্বাধীনতা তুমি, নও উচ্ছৃঙ্খল-
বাঁধা না মানা যুবকের নগ্ন থাবা!
স্বাধীনতা তুমি, নও গোড়াঁ-
নামে কট্টরপন্থী, অধার্মিকের মানবতাহীনতা!
স্বাধীনতা তুমি, নও বিজ্ঞানের-
বিশ্বজালে জড়ানো ভাইরাস সফলতা!
স্বাধীনতা তুমি, নও নাস্তিকের-
হার না মানা ক্ষুদ্র জ্ঞানের বহু লতা পাতা!
স্বাধীনতা তুমি, নও লেখকের-
বর্জ কথার মালায় গাঁথা জবা ফুল পচাঁ!
স্বাধীনতা তুমি, নও নারীত্ব-
পুরুষের পন্য, অধীকারে অস্বচ্ছতা!
স্বাধীনতা তুমি, ভাবনা আমার-
কন্না, স্বাধীনতাকামী যোদ্ধার!
কী ভাবনা তোমার ,স্বাধীনতা?
সূর্যকে চাঁদ, চাঁদকে সূর্য গিলে খায়-
সুসময়ে। অন্ধকার ধরাকে করে দিয়ে অসহায়!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



