ঈদ্ উপলে ক্যাম্পাস ছুটির পূর্ব মুহুর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত এক সপ্তাহে ক্যাম্পাস ও আবাসিক হলগুলো থেকে অন্ততপে ১০টি মোবাইল ও ১টি ল্যাপটপ কম্পিউটার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়েছে ছাত্রদল কর্মীরা। এনিয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক-শিার্থীদের মাঝে আতঙ্ক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ক্যাম্পাসের বিভিন্ন সুত্র জানায়, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ১ম বর্ষের শিার্থী মৃদুল কান্তি ধর সন্ধ্যার পর ক্যাম্পাসের প্যারিস রোড হয়ে কাজলা সংলগ্ন মেসে ফিরতে গেলে তিনজন ছিনতাইকারী তার ্ওপর আক্রমণ করে। এসময় গলায় চাকু ধরে তার মোব্ইাল ফোনসহ মানিব্যাগ নিয়ে চলে যায় তারা।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪২০ নম্বর ক থেকে একটি ল্যাপটপ কম্পিউটার চুরি হয়। ল্যাপটপটির মালিক আসিকুর রহমান (পাভেল) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিার্থী এবং বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। পাভেলের অভিযোগ, সে শনিবার নিজ প্রয়োজনে রুমের বাহিরে গেলে রুমমেট ছাত্রলীগ কমী জাহিদুর রহমান (লোকপ্রশাসন ৪র্থ) তার ল্যাপটপ কম্পিউটারটি চুরি করে আত্মগোপন করে। সে জাহিদের কাছে ফোনে ল্যাপটপের কথা জিজ্ঞেস করলে সে বাড়িতে অবস্থান করছে বলে জানায়। অথচ সে সময় তাকে (জাহিদকে) অনেকেই ক্যাম্পাসে ঘুড়াফেরা করতে দেখেছে।
একই হলের ১১১ নং করে আবাসিক শিার্থী ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মাষ্টার্সের ছাত্র সুমনের কাছ থেকে জোর করে ছাত্রলীগ কর্মী ছালাম একটি মোডেম নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ছাত্রলীগের ওই কর্মীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া য়ায়নি।
আগের রাতে শহীদ সোহরাওয়ার্দী হলের একটি করে জানালা ও মশারী কেটে ছিনতাইকারীরা কয়েকটি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।
ল্যাপটপ চুরি হবার তিনদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর থেকে একই দিনে আরও চারটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়েল ভর্তি পরীার মধ্যে বঙ্গবন্ধু হলের টিভি রুম থেকে একজন ভর্তিচ্ছু শিার্থীর কাছ থেকে ১টি মোবাইল এবং একই হলের ১২১ নং ক থেকে আরেকটি এবং ক্যাম্পারেস ডিনস্ কমপ্ল্রেক ভবনের সামনে থেকে দুইটি মোবাইল ছিনতাই করে ছাত্রলীগ কর্মী রাজু (ইতিহাস ২য়)। তবে রাজু ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে। তাছাড়া শিকদের আবাসিক কোয়ার্টারগুলোতেও ব্যাপক ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে শিকদের অভিযোগ। প্রশাসনের প চুরি-ছিনতাই প্রতিরোধের বিষয়ে কোন পদপে নেই।
এদিকে কয়েকদিন পূর্বে ছাত্রদল কর্মী মাসুদের দুইটি মোবাইল ও মানিব্যগ ছিনতাই করে ছাত্রলীগ কর্মী খন্দকার সাইয়ুফ পারভেজ ওরফে নিনাদ। ছিনতাই এর ঘটনার জের ধরে গত শনিবার রাত দশটার দিকে নিনাদ ব্যক্তিগত কাজে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে আসেন। এসময় ছাত্রদল কর্মী মাসুদসহ ১০/১২জন ছাত্রদল কর্মী তার মোবাইল ও মানিব্যাগ ফেরত চায়। কিন্তু ছিনতাই কারী ছাত্রলীগ কর্মী নিনাদ তা দিতে অস্বীকৃতি জানায়। এসময় ঐ ছাত্রদল কর্মীরা নিনাদকে পিটিয়ে আহত করে। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এদিকে এ ঘটনায় নিনাদ বাদী হয়ে মতিহার থানায় রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মাসুদ, জাকির, নির্মল, ফরিদের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



