ভালবাসার সময়

এটা ভালোই হল,
ঠিক সময়েই, হারিয়ে গেলে তুমি।
ভালোই হল!
কতদিন? আর কতদিন এই দ্বীমুখী জীবন!
নিত্যদিন প্রতারণায় বিবেকের দংশন!
প্রতিনিয়ত নিজের সাথে অভিনয়ে,
বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম।
তুমি ভালোই করেছ,
কিছুটা বিশ্রামের সময় দিয়েছ।
এখন আর কোন লুকোচুরি নয়,
এখন সময় শুধু, উদ্দাম ভালবাসার,
একান্ত নিজের মত করে ভালবাসার।
যে ভালবাসা কোন কষ্ট দেবেনা,
দেবেনা হতাশা না পাওয়ার।
এখন সময়, প্রতিমুহুর্তে... বাকিটুকু পড়ুন

