তুমি বিনে, মেঘেরা এখন আর
বৃষ্টি হয়ে ধরনীর পিপাসা মেটায় না,
রোদ্রদাহে পুড়ে খাক হয় মাটি
আমারও পরাণ পোড়ে,হয় ছাই,
তবু বাইরে থেকে দেখ কেমন পরিপাটি!
প্রতিনিয়ত দুখের মাঝেও
করি সুখী মানুষের অভিনয়
এক চিলতে শান্তি কভু মেলেনা!
প্রেমের মালা পরাব বলে
বকুল তলায় এখনও বসে আছি,
হাতে সুঁই, সুতো, তালপাতার বাঁশি।
তুমি বিনে, সময় গুলো ঠিক পার হয়ে যায়
ফুলও ফোটে, শিমুল, পলাশ
গোলাপ, রজনীগন্ধা রাশি রাশি,
তবু বকুলতো ফোটে না।
তোমার ভালবাসার কাঙ্গাল আমি
সাত সমুদ্র হাতড়ে বেড়াই,
ভালবাসার একফোঁটা জল তবু জোটেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



