পুনশ্চ: কখোনো ভাবিনি, তোমাকে ছাড়া এত গুলো দিন পার করতে পারব। এখন তুমি কাছে নেই, পাশে নেই, তবে সবসময় সাথে আছে তোমার রেখে যাওয়া স্মৃতি। এখন মনে হচ্ছে এই স্মৃতি গুলোকে অবলম্বন করেই বাকীটা জীবণ কাটাতে পারব। তাই আমাদের হারিয়ে যাওয়া দিনগুলোর কিছু স্মৃতি কে পুনরায় ফিরিয়ে আনলাম এই কবিতার মাধ্যমে।
উৎসর্গ: প্রজাপতি কে
_____*_______*______*______
একা ঘুমন্ত রাত জাগছি
কত উল্টা পাল্টা ভাবছি
দাঁতে বাড়ন্ত নখ কাটছি
তবু কিছুই কেন যে লিখতে পারছিনা।
ঠোঁটে জ্যান্ত সিগার জ্বলছে
দেহ মদের নেশায় টলছে
পোড়া মগজ কি যেন বলছে
তবু কিছুই গুছিয়ে লিখতে পারছিনা।
তুমি কি একবার কাছে আসবে!
সুখ-স্মৃতি হয়ে মনে ভাসবে।
বেশী কিছু নয়, ওগো প্রিয়,
শুধু স্বপ্নেতে দেখা দিও,
হৃদয়ে আঁকা রবে মুখছবিটা
লিখব বিশুদ্ধ প্রেম কবিতা।
ফাঁকা ফুটপাত ধরে হাঁটছি
কভু আলতো হোঁচট খাচ্ছি
আনমনে কত কি যে দেখছি
শুধু আমার পাশেতে তোমায় দেখছিনা।
ভাঙা বাসের মধ্যে ঝুলছি
ভেজা শার্টের বোতাম খুলছি
কানে হাজার আওয়াজ শুনছি
শুধু তোমার কোন কথা আজ শুনছিনা।
বল একবার পিছু ডাকবে!
সেই চেনা পথে পাশে হাঁটবে।
বেশী কিছু নয়, ওগো প্রিয়,
মধু কন্ঠ শুনতে দিও,
চির-অম্লান রবে স্মৃতিটা
লিখব বিশুদ্ধ প্রেম কবিতা।
ঐ দক্ষিণা পবন আসছে
সাদা মেঘ নীলাকাশে ভাসছে
দেখি ফুলগুলো সব হাঁসছে
শুধু সেই প্রিয় হাসিখানি আর দেখছিনা।
রাঙা গোধুলির আলো নিভে যায়
সব পাখিরা কুজন করে তাই
ঝিরি ঝিরি বৃষ্টিরা ঝরে যায়
শুধু কালো চোখে কড়া অভিমান ঝরছেনা।
শুধু একবার করো অভিমান!
হোক হারানো দিনের জয়গান।
মুখ হতে কালো মেঘ সরে যাক,
খোলা হাঁসিতে মুক্তো ঝরে যাক।
জেগে উঠবে প্রথম প্রীতিটা
লিখব বিশুদ্ধ প্রেম কবিতা।
তৃষিত হৃদয় যা দেখে চারিধার,
ভাসে তব মুখখানি বারে বার।
তুমি ছাড়া কিছু আর নাহি চাই,
তাই প্রেমের কবিতা লিখে যাই।
বেশী কিছু নয়, ওগো প্রিয়,
শেষের কবিতায় দেখা দিও,
রেখে তব হাতে মোর হাতটা
লিখব শুদ্ধ প্রেমের কবিতা।
২৯ শে ভাদ্র, ১৪২২
মোহাম্মদপুর, ঢাকা
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



