অনেক খোঁজাখুজির পর একটা বই এর সন্ধান পেলাম
দেখুন বাংলাদেশ , , লেখক - মুস্তাফিজ মামুন
বাংলাদেশের আনাছে কানাছে এমন কোন স্থান নেই যে এইখানে নেই । সবচেয়ে বড় কথা হল যে বইটি এমন ভাবে লেখা যেন আপনার কোন বন্ধু , বরভাই/বোন , কোন ব্লগার আপনাকে বর্ণনা করছে ,
কিভাবে যাবেন , কৈ থাকবেন , ফোন নাম্বারসহ ঠিকানা
লেখকের কথা
আরেকটি সুন্দর দিক হল , খ্যাতনামা স্থান বা স্থাপনা গুলোর কালার ছবি
এছাড়াও জেলাভিত্তিক মানচিত্র ( ছোট করে)
মূল্য -- গায়ের মূল্য ৭০০ টাকা তবে মেলাতে ৫৬৫ টাকা , , , উপকারিতা ও গুনগত মান অনুযায়ী মূল্য কমই মনে হল ।
প্রাপ্তিস্থান -- বইমেলাতে অবসর প্রকাশনী বাংলা একাডেমী বিক্রয়কেন্দ্রের উল্টা গলি দিয়ে মাঝ বরাবর।
এছাড়াও অবসর প্রকাশনীর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে পাবেন । নিচে ঠিকানা দিলাম
এতটুকু আশ্বাস দিতে পারি , এপর্যন্ত আমার দেখা সবচেয়ে তথ্যবহুল ও সুসজ্জিত গাইড বই ।
*** এটা কোন বিজ্ঞাপন নয় , নৈতিক দায়িত্ব হিসেবে সবাইকে জানালাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




