বুলগেরিয়ায় রোমা নামে একটা উপজাতি বাস করে । যেখানে ১৮,০০০ মানুষ বসবাস করে । তাঁরা গ্রীষ্মকাল ও বসন্তকালে ‘বিয়ে মেলা’ নামে একটি জাঁকজমকপূর্ণ মেলা উদযাপন করে থাকে । যাঁদের বয়স আঠারো অতিক্রম করে তাঁরা এই মেলার মাধ্যমে জীবনসঙ্গীকে বেছে নিতে পারে ।
বুলগেরিয়ায় রোমাদের কালাইঝি বলে ডাকা হয় ৷ ভারতীয় বংশোদ্ভূত রোমারা মূলত ভাসমান উপজাতি বা জিপসি । ধর্মসূত্রে গোঁড়া সনাতনপন্থি খ্রিষ্টান ৷
বিয়ে মেলাতে মেয়েরা মিনিস্কার্ট অথবা মিনিড্রেস আর ছেলেরা জিন্স, শার্ট, টি-শার্ট ও লেদারের জ্যাকেট পরিধান করে । যদিও রোমারা অনেক রক্ষণশীল । বিপরীত লিঙ্গের সাথে তাঁদেরকে খুব কম-ই মিশতে দেয়া হয় । মেলাটিতে তাঁরা একে-অপরের সাথে হাত মেলাতে পারে শুধু ।
মেলার শুরুতে মাইকে জিপসিদের পপ গান বাজানো হয় । একপাশে পুরুষ আর অন্যপাশে নারীরা গানের তালে তালে ডান্স করে ।
মেলায় কোনো পুরুষ নারীকে বা নারী পুরুষকে মনে ধরাতে না পারলে তাঁরা মেলাতে আসাটা বৃথা মনে করে থাকে ।
রোমাদের অতীত ইতিহাসে বিয়ে করানোর ক্ষেত্রে তাঁদের বাবা-মায়েরা কখনও বাবা-মায়েরা জিজ্ঞেস করতোনা যে তাঁরা একে-অপরকে পছন্দ করে কি-না । অতঃপর তাঁদের এই ঐতিহ্যের মেলাকে কেন্দ্র করে তাঁরা একে-অপরকে পছন্দের পর পরিবারকে জানায় এবং পরিবারগুলো তাতে সম্মতি প্রদান করে ।
পছন্দ হওয়ার পর কনের জন্য দাম কত হবে তা নিয়ে আলোচনা শুরু হয় । পরিবারগুলি তাদের আর্থিক সামঞ্জস্যের সাথে সম্ভাব্য পাত্রীর যোগ্যতাকে বিবেচনা করে । কনেকে তিন-সাড়ে তিন হাজার ডলার দিয়ে কিনতে হয়, কিন্তু বর্তমানে দাম তূলনামূলক বেশী ।
রোমাদের এক প্রজন্ম আগে হবু কনেদের মঞ্চে উঠে দাঁড়াতে হতো, আর সেখান থেকেই তাঁদের নিলাম করা হতো ।
রোমারা এই বিয়ে মেলাকে ঐতিহ্য মনে করে । তাঁরা মনে করে এটির কারণে পরবর্তী প্রজন্মে পারিবারিক সম্পর্ক অটুক থাকে, সম্প্রদায় বড় করাতে ভূমিকা রাখে ।
সাব্বির আহমেদ সাকিল
০৭ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | বৃহস্পতিবার | ২০ এপ্রিল ২০২৩ ইং | আপন নীড়, বগুড়া
#বুলগেরিয়া #রোমা #উপজাতি #বিয়ে #ঐতিহ্য #জিপসি #মেলা #বিয়েমেলা
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২৩ ভোর ৪:৫৬