আদিত্য সেন এক রাজনীতিবিদ
ঘরনির ঘরে যার বাস
আদিত্য সেন এক সৎ মানুষ
যিনি আধপেটা খেয়ে বারোমাস
আদিত্য সেন পিঠ সোজা রাথেন
পার্টির whole timer
আধপেটা খেয়ে থাকবেন তবু
মুদির দোকানে নেই ধার
আদিত্য সেন আদিত্য সেন
সূর্যের মত যার ধার
আদিত্য সেন আদিত্য সেন
আজ প্রয়োজন বড় আপনার
আদিত্য সেন ভাঙ্গে promoter রাজ
আদিত্য পুকুর বাঁচায়
আদিত্য সেন যেন স্বয়ং লেনিন
বিপদকে আঙুলে নাচায়
আদিত্য সেন বলে স্পষ্ট কথা
তথ্যের কি-বা প্রয়োজন
মানুষের প্রয়োজনে যিনি দাড়ান
তার লাগে কি তথ্যকথন ?
আদিত্য সেন আদিত্য সেন
সূর্যের মত যার ধার
আদিত্য সেন আদিত্য সেন
আজ প্রয়োজন বড় আপনার
আদিত্য সেন লাল স্বপ্ন দেখেন
সকলের সমান অধিকার
আদিত্য মানুষের খিদের সমন
যার ঘরেতে ঘোর অনাহার
আদিত্য তার শিশু সন্তানকে
লেনিনের গল্প শোনান
whistle over come Someday
দৃঢ়তার সাথে তিনি গান
আদিত্য সেন আদিত্য সেন
সূর্যের মত যার ধার
আদিত্য সেন আদিত্য সেন
আজ প্রয়োজন বড় আপনার
ঐ যে দূরে যাকে দেখছ বসে
পাত্র্ হাতে ভিক্ষার
বহিষ্কৃত তিনি পার্টি থেকে
আদিত্য্ সেন নাম তার
রাজনীতি করতেন তার সাথে যারা
গাড়ি-বাড়ি করে তারা সৎ
রাজনীতিতে নেই সততার ঠাঁই
এ কথার নেইতো দ্বিমত
তবু আদিত্য্ ভুলিনি কিছূই
আমরা প্রতিক্ষায়…..
এই নকম শখের রাজনীতি ছেড়ে
কবে আপনার হবে উদয়
আদিত্য সেন আদিত্য সেন
সূর্যের মত যার ধার
আদিত্য সেন আসুন ফিরে
আজ প্রয়োজন বড় আপনার........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




