আজ আমার অবসর গ্রহনের প্রথম দিন। ব্লগে সেইভ হবার পর সময় দিতে পারিনাই বল্লেই চলে। কারণ একটা ব্যাক্তিগত কাজে অনেক ব্যাস্ত ছিলাম। দীর্ঘ ৯ বৎসর একটানা এক কোম্পানীতে কাজ করেছি। এবং যথাযথ নিয়মের সাথে গতকাল স্বসম্মানে সকল সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছি। যেতে দিতে নাহি চাই-তবু যেতে দিতে হয় এমনটা যে আমার ক্ষেত্রে হয়নি তাহা নহে।
অবসর মানে আমি যে বয়োবৃদ্ধ হয়েছি তা নই। এই অবসর আমাকে আরো দায়িত্ব বাড়িয়ে দিয়েছে-- আমার এই অবসর নিজের জন্য-- অনেক রাস্তা আমাকে পাড়ি দিতে হবে---বন্ধূর পথ---- জানিনা সফলতা ব্যার্থতা আমার প্রতিক্ষায় আছে---- তবে নিজেকে---- চালিয়ে নেবার শক্তি আমার হৃদয়ে আছে- আশা করি আপনাদের শুভ কামনা থাকবে---- আমার শক্তি যোগানোর পাথেয় হিসাবে-------আমি কি দায়িত্ব নিলাম তা নাইবা বল্লাম--তবে আমি যে আমার যোগ্যতার চেয়ে অনেক বড় দায়িত্ব নিয়েছি আমার কাধে তাতে কোন সন্দেহ নাই।
বিঃ দ্রঃ- আমার অফিসের অফিস বয় ছেলেটার কান্না আমি কোন দিন ভুলতে পারবোনা--- ওর কথা আমার অনেক বেশি মনে পড়ছে.।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



