সজল,তুমি সত্যি করে বলোতো কেমন আছো?
আমার মনে হয় তুমি খুব অস্থিরতায় ভুগছো...কেনো সজল ?আমায় কি কারণটা বলা যায়না?তোমার অস্থিরতা,তোমার কষ্ট দেখতে আমার কখনোই ভালো লাগেনা এটা কি তুমি বুঝোনা?যদিও তুমি তোমার এই অস্থিরতা সহজে প্রকাশ করোনা,কিন্তু আমি কিভাবে যেনো বুঝে ফেলি মাঝে মাঝে..
জানো সজল তোমার সব ভালো লাগাগুলো কে আমার আত্মস্ত করতে ইচ্ছে হয়.....
তাইতো সবসময় তোমার পছন্দগুলো অনুসরণ করার চেষ্টা করি আমি.....আমি যে তোমার নিষ্পাপ হাসি দেখার জন্য আমার সুখগুলোকে একেবারেই বির্সজন দিতে পারি,তুমি এটা কেনো বিশ্বাস করোনা সজল?
তোমার ধারোণা আমার এই ভালোবাসা অল্প সময়ের ভ্রম/ভ্রান্তি!!!
তোমাকে কি করে বুঝাই সজল আমার মনের ভিতরের অবস্থাটা?কি করলে তুমি বিশ্বাস করবে আমার মনের এই অনূভুতি গুলো সবটুকুই সত্যি?
আমার ভাবনার সবটুকু জুড়ে যে তুমি বিচরণ করছো অবিরত....আমাদের ভবিষ্যতের পথচলাটা কি এক সাথে হতে পারেনা?
ভবিষ্যতের চূরান্ত কোন সিদ্ধান্ত নেয়ার আগে প্লিজ একটু ভেবে নিও............এটা আমার অনুরোধ........
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



