কেউ নিজে থেকে হারিয়ে গেলে তাকে কি কখনো খুঁজে পাওয়া যায়?
তুমি কেনো এমন করে মাঝে মাঝে হারিয়ে যাও সজল?আমিতো জানিনা কি করলে বা কোথায় গেলে আমি তোমাকে খুঁজে পাবো?আমার ভূলটা কি তাওতো জানিনা?এতো বড় ঢাকা শহরে কোথায় খুঁজবো তোমাকে?তোমার কি একটুও মনে হচ্ছেনা যে আমি তোমার জন্য টেনশনে আছি!!!প্রতিটি ক্ষনে তোমার একটু কথা শোনার জন্য আমি অধীর হয়ে অপেক্ষার প্রহর গুণছি.....কেনো সজল তুমি এতোটা অবুঝ হয়ে যাও?
আমি জানি আমার এই অনুভূতিগুলো তোমার কাছে মূল্যহীন,তোমার মনে হয় এগুলো অভিনয়,কিন্তু আমি তোমায় কি করে বুঝাই বলোতো?
আচ্ছা সজল তুমি কি ইচ্ছে করেই আমাকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করছো?কিন্তু কেনো এমন করছো?ইচ্ছে করলেইতো তুমি এক সেকেন্ডের জন্য ফোন টা রিসিভ করে আমার দু:শ্চিন্তাটা কিছুটা কমাতে পারতে তাইনা বলো?
কেনো সজল আমার অপরাধ কি?আমি তোমাকে অসম্ভব বেশি ভালোবাসি...এটাই কি অপরাধ?সত্যি এবং খাঁটি ভালোবাসা ক'জনে পায় বলতে পারো এই ভয়ংকর পৃথিবীতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



